বাংলাদেশকে প্রোটিন জোগাচ্ছে ভারত! ফের রফতানি করা হল ২.৩১ লক্ষ ডিম

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে বাংলাদেশ (Bangladesh)। ইতিমধ্যেই সেখানে অন্তর্বর্তী সরকার দেশ চালাতে শুরু করেছে। যদিও, তারপর থেকেই খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে ওই দেশে। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন সাধারণ মানুষ। যদিও, এই সঙ্কট থেকে উদ্ধার করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত।

বাংলাদেশে (Bangladesh) রফতানি করা হল ২.৩১ লক্ষ ডিম:

বাংলাদেশে (Bangladesh) ডিমের দাম যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায়, এই দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত শনিবার রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের তরফে ২ লক্ষ ৩১ হাজার ডিমের আরেকটি চালান বাংলাদেশে পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বিগত সপ্তাহে ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য স্থানে ডিমের দাম প্রতি ডজন ২০০ টাকায় পৌঁছে গিয়েছিল। যার ফলে আমদানির ওপর নির্ভর করতে হয়েছে ওই দেশকে।

2.31 lakh eggs were exported to Bangladesh.

এদিকে, এই মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ (Bangladesh) সরকার পর্যায়ক্রমে ৪.৫ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে। এই প্রসঙ্গে, ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ-এর রিপোর্ট অনুযায়ী আগামী নভেম্বর মাসের মধ্যে ভারত থেকে ৯০ লক্ষ ডিমের অতিরিক্ত চালান বাংলাদেশে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: বড় খবর! এবার কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়তে চলেছে হকি, কারণ জানলে হবে রাগ

জানিয়ে রাখি যে, বাংলাদেশের (Bangladesh) ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ডিমের ক্ষেত্রে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে করার ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার থেকে এই হার লাগু করা হয়েছে।

আরও পড়ুন: বেঙ্গালুরু টেস্টে হারের পর মন খারাপ! স্ত্রী অনুষ্কার সাথে কীর্তন শুনতে গেলেন বিরাট, ভাইরাল ভিডিও

এর ফলে ডিমের আমদানি খরচ প্রতি ডজনে ১৩ টাকা ৮০ পয়সা হ্রাস পেয়েছে। এমতাবস্থায়, বাংলাদেশের (Bangladesh) সাধারণ মানুষের জন্য প্রোটিনের প্রয়োজনীয় উৎস সঠিকভাবে জোগান দিতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। এর পাশাপাশি NBR এটাও স্পষ্ট করেছে যে, গ্রাহকদের ওপর চাপ কমাতে এবং বাজার স্থিতিশীল করতে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে এই শুল্ক কমানো হয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর