টেন্ডার নিয়ে অভিষেকের আপ্ত সহায়কের কোটি কোটির দুর্নীতি! পরিচয় সামনে আসতেই ফাঁস আসল রহস্য

বাংলা হান্ট ডেস্কঃ চমকে দেওয়ার মতো ঘটনা! তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ব্যক্তিগত সচিব পরিচয় দিয়ে টেন্ডার পাসের জন্য পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে (Eastern Rail GM) হুমকি! কোটি টাকা প্রতারণার চেষ্টা। অভিযোগ ২ ব্যক্তির বিরুদ্ধে। দুজনকেই গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত ২ জনের নাম বিভাস সরকার ও বিশ্বনাথ সরকার।

ঘটনাটা কি? অভিষেকের ব‌্যক্তিগত সচিবকে প্রায় সকলেই চেনেন। তবে হরিদেবপুরের বাসিন্দা বিভাস নিজেকে তৃণমূলের ব‌্যক্তিগত সচিব বলে পরিচয় দিয়ে ফোন করেন। ফোন যায় পূর্ব রেলওয়ের জিএমকের কাছে। তারপরেই সটান হুমকি! ৫ কোটি ৮৭ লক্ষ ৮২ হাজার ২০৩ টাকা মূল্যের দরপত্র পাস করাতে দেওয়া হয় চাপ।

জানা গিয়েছে, প্রথমে বিভাসের সঙ্গী বিশ্বনাথ দরপত্র পাসের জন‌্য জিএমকে ইমেল করেন। তাতে কাজ না হওয়ায় এরপর বিভাস নিজেকে তৃণমূল সাংসদের দ্বিতীয় ব‌্যক্তিগত সচিব বলে পরিচয় দিয়ে পূর্ব রেলওয়ে কর্তাকে দ্রুত দরপত্র পাস করাতে নির্দেশ দেন। দরপত্র পাস না করালে তার ফল খারাপ হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

accused

হুমকি ফোন পাওয়া মাত্রই পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। শুরু হয় তদন্ত। এরপরই খোঁজ মেলে ওই দুই অভিযুক্তর। শুক্রবার রাতে লালবাজার গোয়েন্দারা বিভাসকে বন্ডেল রোড থেকে গ্রেফতার করেন। পুলিশ সূত্রে খবর জেরায় বিভাস নিজের দোষ স্বীকার করেছে নিয়েছেন।

অভিযুক্তকে ব‌্যাঙ্কশাল আদালতে তোলা হলে ১৯ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এরপর তাকে জিজ্ঞাসা করেই উঠে আসে সঙ্গী বিশ্বনাথের নাম। গতকাল রাতে তাকে তার পুরুলিয়ার বাড়ি থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা। অভিযুক্তদের ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সূত্র ধরে চলছে তদন্ত।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর