ভারতীয় দলের নিরাপত্তায় গাফিলতি, টিম বাসে পাওয়া গেল এই বিপজ্জনক জিনিস

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ। এরপর দুই দলের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজও অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে পাঞ্জাবের মোহালিতে। যার জন্য চণ্ডীগড়ে পৌঁছে গিয়েছেন ভারতীয় টেস্ট দলের সেই খেলোয়াড়রা যারা টি টোয়েন্টি সিরিজের অংশ নন। কিন্তু এরই মধ্যে ভারতীয় খেলোয়াড়দের নিরাপত্তায় বড় ধরনের ত্রুটির গাফিলতির খবর সামনে এসেছে।

চণ্ডীগড়ের একটি পাঁচতারা হোটেলে ভারতীয় হোটেলে খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হয়েছে। শনিবার থেকেই ভারতীয় টেস্ট দলের খেলোয়াড়রা স্টেডিয়ামে অনুশীলনের জন্য হোটেল থেকে বের হতে শুরু করেছেন। অনুশীলনের পর খেলোয়াড়দের হোটেল থেকে স্টেডিয়ামে নিয়ে যেতে হতো বাসে। যার কারণে খেলোয়াড়রা বাসে ওঠার আগে বাসটি ভালো করে চেক করা হয়। এ সময় বাসে থাকা ২টি কার্তুজ উদ্ধার করা হয়েছে যেগুলি একটি ৩২ বোরের পিস্তলের।

এই ঘটনার পর খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অশ্বিন, মহম্মদ শামি, উমেশ যাদব, শুভমান গিল, হনুমা বিহারী, প্রিয়ঙ্ক পাঞ্চাল, উমেশ যাদব, জয়ন্ত যাদব, সৌরভ কুমার এবং শ্রীকর ভরতের মতো নামকরা খেলোয়াড়রা বাসে উঠেছিলেন। শনিবারই ছুটি কাটিয়ে সেই দলে যোগ দিয়েছেন বিরাট কোহলি ও রিশভ পন্থ। কার্তুজের খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ বোমা স্কোয়াডের সঙ্গে তৎপর হয়। বাসে পাওয়া কার্তুজগুলো বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে ৪ঠা মার্চ থেকে ৮ই মার্চ অবধি। এরপরে, উভয় দলই দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য বেঙ্গালুরু রওনা হবে যেখানে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হবে। এই টেস্ট সিরিজে প্রথমবারের মতো অধিনায়কত্ব করতে দেখা যাবে রোহিত শর্মাকে। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর এটাই ভারতের প্রথম টেস্ট সিরিজ। স্বাভাবিকভাবেই সেই টেস্ট ম্যাচে জিততে চাইবে ভারতীয় দল।


Reetabrata Deb

সম্পর্কিত খবর