বাংলাহান্ট ডেস্কঃ জলপাই রঙের বৃহৎ সামুদ্রিক কচ্ছপ (turtle) অলিভ রিডলে (olive ridley) ডিম পাড়ার জন্য ওড়িশা ও পূর্ব ভারতের উপকূলের বিভিন্ন সৈকতে আসে। এবারও তারা এসেছিল ওড়িশার বিভিন্ন বীচে। কিন্তু লকডাউন থাকায় এদের এবার বেঘোরে মারা পরতে হয় নি মানুষের হাতে। ২ কোটি নতুন সদস্যদের নিয়ে তারা এবার ফিরে যাচ্ছে সমুদ্রে।
জানা যাচ্ছে, ওড়িশার গাহিরমাথা বীচে ডিম পেরেছিল প্রায় ৪ লক্ষ ৭০ হাজার কচ্ছপ। আর সেই ডিম ফুটেই জন্ম হল প্রায় ২ কোটি অলিভ রিডলে কচ্ছপ। একটি মা কচ্ছপ সাধারণত ১০০ থেকে ১২০টি ডিম দেয়। ৪৫-৪৫ দিন সময় লাগে ইনকিউবেশন পিরিয়ডের জন্যে। তারপর তারা একটু বড় হলে সমুদ্রে ফিরে যায়। বিশ্বে বিরল এই কচ্ছপের সংখ্যা লকডাউনে যে ভাবে বেড়েছে তাতে অত্যন্ত খুশি পরিবেশ প্রেমীরা।
করোনার কারণে কার্যত বিশ্বের একটা বিরাট অংশ গৃহবন্দী। বিভিন্ন সামাজিক মাধ্যম গুলোতে ছড়িয়ে পড়া ছবিগুলি জানান দিচ্ছে যে মানুষের এই গৃহবন্দি হয়ে থাকার ফলে প্রাণ খুলে হাসছে প্রকৃতি। প্রকৃতির স্বাভাবিক নিয়ম মেনে নির্ভয়ে বিচরণ করছে ডলফিন, হরিণের মত লাজুক বন্যপ্রাণীরা।
বন্যপ্রাণীর নির্ভয়ে বিচরণের একটি ভিডিও সামাজিক মাধ্যম টুইটারে ভাইরাল হয়েছিল, সেই ভিডিওতে দেখা গিয়েছে সমুদ্র সৈকতে শয়ে শয়ে কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে সাথে সাথে ডিম পাড়ছে। প্রতিটি কচ্ছপ নির্দিষ্ট দুরত্তে বালির মধ্যে গর্ত করছে এবং ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে। নিরিবিলি সমুদ্র সৈকতে নির্ভয়ে দিন কাটাচ্ছে কচ্ছপের দল। জানা গিয়েছে ভিডিওটি রুশিকুল্যার।ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দা এই ভিডিও পোস্ট করেছেন।
https://twitter.com/susantananda3/status/1242709458850942978?s=19