বড় খবর : জম্মু-কাশ্মীরের বারমুলায় আতঙ্কবাদীদের হামলা, শহীদ ৩

বাংলাহান্ট ডেস্কঃ জম্মু-কাশ্মীর ( jammu and kashmir) এর বারমুলায় নাকা চেকপোস্টে হামলার ঘটনা ঘটেছে। অতর্কিত জঙ্গী হামলায় (terror attack) মৃত ২ সিআরপিএফ জাওয়ান ও ২ জম্মু কাশ্মীর পুলিশের কর্মী। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে তৃতীয় বার আতঙ্কবাদীদের হামলা হল কাশ্মীরে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের একটি যৌথ দল শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বারমুলার ক্রিড়ি চেকপোস্টে কর্মরত ছিলেন। হঠাৎই সেখানে আতঙ্কবাদীরা আক্রমণ করে গুলি ছুঁড়তে শুরু করেন।

ঘটনাস্থলেই এক জন সুরক্ষাকর্মী শহীদ হন। বাকি দুই জন হাসপাতালে বেশ কিছুক্ষণ মৃত্যুর সাথে লড়াই করেছিলেন। জানা যাচ্ছে, জঙ্গীরা পালাতে সক্ষম হয়েছে। তাদের সন্ধানে এলাকা জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ ও সেনা।

এর আগে, ১৪ অগস্টওল সুরক্ষা বাহিনীর ওপর জঙ্গী হামলা হয় শ্রীনগরের উপকন্ঠে নও গ্রামে। সেই হামলাতেও ৩ জন পুলিশ কর্মী জখম হয়েছিলেন।