বিনামূল্যে 2GB করে ডেটা পাবেন Airtel-র গ্রাহকরা, শুধু করতে হবে এই ছোট্ট একটি কাজ

বাংলাহান্ট ডেস্ক : এয়ারটেলের (Airtel) গ্রাহকদের (Customer) জন্য আসছে সুখবর। এয়ারটেল কোম্পানি তার গ্রাহকদের জন্য 2GB ডেটা (2 GB Data) দিতে চলেছে তাও একেবারে বিনামূল্যে (Free of cost)। কিন্তু এই দুর্দান্ত সুবিধা আপনি পাবেন কীকরে ? আজ সেই বিষয়েই বিস্তারিত আলোচনা করা হল।

দুর্দান্ত এই ফ্রি ডেটার অফারটি পাওয়ার জন্য আগে আপনাদের এয়ারটেল থাঙ্কস অ্যাপ (Airtel Thanks App) ডাউনলোড করতে হবে। এটি একটি ইন হাউস অ্যাপ এটি অ্যান্ড্রোয়েড এবং আইফোন দুই রকম ফোনেই উপলব্ধ। কিন্তু অ্যাপটি থাকলেই তো হল না, সেক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটি নিয়ম ফলো করতে হবে। পাশাপাশি জানিয়ে রাখা দরকার, এই এয়ারটেল অ্যাপের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন এয়ারটেলের বিভিন্ন অফার এবং পরিষেবা সম্বন্ধে বিস্তারিত তথ্য।

অ্যাপের দৌলতে জানা গিয়েছে যে, টেড প্রিপেড প্ল্যান সহ আরও বিশেষ কয়েকটি প্ল্যানে পাওয়া যাবে এই 2GB করে ডেটা। যে প্ল্যান গুলিতে এই 2GB ডেটা বিনামূল্যে পাওয়া যাবে, সেগুলি হলো ২৬৫ টাকা, ৩৬৯ টাকা, ৫৪৯ টাকা, ৬৯৯ টাকা এবং ৮৩৯ টাকায়। এয়ারটেল তরফে আরও একটি সুখবর জানানো হয়েছে যে, এই 2GB ডেটার পাশাপাশি এয়ারটেল এক্সট্রিম অ্যাপের প্যাক বিনামূল্যে পাওয়া যাবে।

এছাড়া এই প্ল্যানগুলিতে fastag সম্বন্ধিত প্যাকে প্রতি মাসে ১০০ টাকা ফেরত দেওয়া বা ক্যাশ ব্যাক দেওয়া হবে। এছাড়াও এর সাথে বিনামূল্যে এয়ারটেল উইনক মিউসিক এবং এয়ারটেল হেলোটিউনসেও অফার দেওয়া হবে। তবে এক্ষেত্রে শর্ত একটাই, যখনই আপনারা এয়ারটেলের ব্যালান্স বা রিচার্জ করাবেন তখন শুধু মাত্র এয়ারটেল থাঙ্কস অ্যাপের মাধ্যমেই করতে হবে, এবং এর মাধ্যমেই আপনি পেয়ে যাবেন 2GB ফ্রি ডেটা। এয়ারটেল এই ভাবেই নিজের প্রচার চালাচ্ছে।

NEW AIRTEL

এয়ারটেলের তরফে ইতিমধ্যেই দাবী করা হয়েছে যে, এতে অনেক গ্রাহকদের সুবিধা হবে। এই থাঙ্কস অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক, ভারতী এয়ারটেলের ব্যাঙ্কিং সাবসিডিয়ারি ছাড়াও আরও অন্যান্য সুযোগ ও সুবিধা লাভ করতে চলেছেন। এছাড়াও এতে এয়ারটেল শপের সুবিধাও পাওয়া যাবে। এয়ারটেল আরও দাবী করেছে যে, ইতিমধ্যে প্রায় ১০০ মিলিয়ন লোক এই অ্যাপটি ডাউনলোড করেছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর