বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতি হোক কিংবা অনলাইন গেমিং প্রতারণা কাণ্ড, একের পর এক ঘটনায় কোটি কোটি টাকার উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলায় আর এবার ঝাড়খণ্ডে (Jharkhand) দুই কংগ্রেস (Congress) বিধায়কের নিকট একইভাবে বিপুল পরিমাণ অর্থের খোঁজ পেল আয়কর বিভাগের (Income Tax) অফিসাররা।
সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই প্রায় ১০০ কোটি টাকা বেআইনি লেনদেন এবং বিনিয়োগের খোঁজ পাওয়া গিয়েছে, যা কেন্দ্র করে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। অভিযুক্ত দুই কংগ্রেস নেতা অরূপ সিং এবং প্রদীপ যাদবের বাড়ি থেকে এদিন দুই কোটির অধিক অর্থ বাজেয়াপ্ত করে আয়কর বিভাগের অফিসাররা।
শুধু তাই নয়, পরবর্তীতে প্রায় ১০০ কোটি টাকার বেহিসাবি লেনদেন এবং বিনিয়োগের সন্ধান পেয়েছে কেন্দ্রীয় আধিকারিকরা। এক্ষেত্রে এত বিপুল পরিমাণ সম্পত্তি কোথা থেকে এল, তা তদন্ত করে দেখছে তারা। অভিযুক্ত দুই কংগ্রেস বিধায়ক বেআইনিভাবে কয়লা এবং লোহা বিক্রি করতেন বলে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে।
উল্লেখ্য, Central Board of Direct Taxes জানিয়েছে, গত ৪ ঠা নভেম্বর পাটনা, রাঁচি, জামশেদপুর এবং কলকাতার প্রায় ৫০ টি এলাকা মিলিয়ে সন্ধান চালানো হয়। আর এরপরই দুই কংগ্রেস নেতার নামে কোটি কোটি টাকা সম্পত্তির খোঁজ মেলে। এক্ষেত্রে তল্লাশি চালানোর সময় অরূপ সিং নামে ওই কংগ্রেস বিধায়ক জানান, “আয়কর বিভাগের অফিসাররা আমার বাড়িতে তল্লাশি চালাচ্ছে। আমি তাদের সম্পূর্ণ সহযোগিতা করেছি।” এক্ষেত্রে এত বিপুল পরিমাণ অর্থ কি করে তাঁর কাছে এলো, সে বিষয়ে স্পষ্ট কোন জবাব মেলেনি কংগ্রেস বিধায়কের কাছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একের পর এক ইস্যুকে কেন্দ্র করে উত্তাল রয়েছে ঝাড়খণ্ডের রাজনীতি। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ঝাড়খণ্ড সরকারকে ফেলে দেওয়ার একের পর এক অভিযোগ সামনে এনেছে সেখানকার শাসক দল; আবার অপরদিকে গত জুলাই মাসে হাওড়া থেকে একটি গাড়ি উদ্ধার করে পুলিশ। সেই সময় তিন কংগ্রেস বিধায়ককে বিপুল পরিমাণ অর্থের সঙ্গে পাকড়াও করা হয় আর এবার অপর দুই কংগ্রেস বিধায়কের নামে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি মেলার ঘটনায় তীব্র শোরগোলের সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে।