বাংলা হান্ট ডেস্কঃ ঋণে ডোবা পাকিস্তানের (Pakistan) ইমরান খান (Imran Khan) সরকার বড় সিদ্ধান্ত নিয়ে দুই লক্ষ মানুষের নাগরিকতা রদ করে দিয়েছে। এরা সভাই আফগানিস্তান শরণার্থী (Afghanistan Refugees)। আর এদের সবার বিরুদ্ধে ভুয়ো পরিচয় পত্র বানানোর অভিযোগ উঠেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী রাশিদ আহমেদ শনিবার রাওয়ালপিণ্ডিতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন, ‘আমাদের কাছে ১৫ লক্ষ আফগান শরণার্থীর ডেটা আছে। ওই ডেটা অনুযায়ী দেশে প্রায় আট লক্ষ আফগান শরণার্থী অবৈধ ভাবে বসবাস করছে।” এদের মধ্যে দুই লক্ষ শরণার্থীর নাগরিকতা রদ করে দেওয়া হয়েছে। এছাড়াও আবারও পরিচয় পত্র নিয়ে যাতে কোনও দুর্নীতি না হয়, সেটার দিকে নজর দেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, দুর্নীতি আশঙ্কা খতম করার জন্য আমরা অনলাইন ভিসা পরিষেবা শুরু করেছিল, কারণ ভিসার ম্যানুয়াল প্রসেসিংয়ে দুর্নীতির আশঙ্কা থাকে। এই পরিষেবার মাধ্যমে এক দিনেই অনলাইনে ২ লক্ষ ভিসার আবেদন করা হয়েছে। এছাড়াও উনি বলেন, আমরা আমাদের দেশ আর সরকারি সংস্থার বিরুদ্ধে কুৎসাকে শেষ করব।