বাংলা হান্ট ডেস্কঃ রাত দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ির সামনে তাঁকে ফলো! চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসতেই সন্দেহভাজন ২ যুবককে পাকড়াও করলো পুলিশ। বিজেপি (Bharatiya Janata Party) নেতাকে কি কারণে অনুসরণ করা হয়ে চলেছিল, সে বিষয়ে অবশ্য এখনো পর্যন্ত কোনো স্পষ্ট উত্তর মেলেনি। তবে এই ঘটনা সামনে আসতেই শাসকদলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে পদ্মফুল শিবির।
সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেস বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দ্বন্দ্বে সরগরম বঙ্গ রাজনীতি। দুর্নীতি থেকে শুরু করে অন্যান্য একাধিক ইস্যুকে সামনে এনে শাসক দলকে কটাক্ষ করে এসেছেন শুভেন্দু। আবার অপরদিকে, বিজেপি নেতাকে উদ্দেশ্য করে একাধিক সময় বেফাঁস মন্তব্য করে বসেন শাসক নেতা মন্ত্রীরা।
এই পরিস্থিতিতে অতীতেও শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাক কিংবা লরির ধাক্কা ঘিরে শোরগোল ছড়িয়ে পড়ে গোটা বাংলায় আর বর্তমানে কনভয়কে ফলো করে শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের সামনে পর্যন্ত পৌঁছে যায় দুই যুবক। পরবর্তীতে অবশ্য তাদের আটক করা হয়েছে বলে খবর।
সূত্রের খবর অনুযায়ী, গতকাল শুভেন্দু অধিকারীর কনভয়কে অনুসরণ করে পিছু নেয় দুই যুবক। পরবর্তীতে গাড়িসহ শুভেন্দুর বাড়ির সামনে এসে দাঁড়ালে সিআরপিএফ জওয়ানরা অভিযুক্তদের আটকায় এবং পরবর্তীতে স্থানীয় থানায় খবর দেওয়া হলে যুবকদের আটক করে কাঁথি থানার পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে কাঁথির এসডিপিও সোমনাথ সাহা জানান, “দুই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। হলদিয়ার দুর্গাচক এলাকায় তারা থাকে। কি কারণে শুভেন্দু অধিকারীর কনভয়কে ফলো করা হচ্ছিল, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়ে চলেছে।”
যদিও অপরদিকে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে বলে অভিযোগ বিজেপির। আবার অপরদিকে, এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “কারোর পিছু নেওয়ার প্রয়োজন নেই তৃণমূল কংগ্রেসের। ২ যুবককে পুলিশ গ্রেফতার করেছে। তদন্তে আসল সত্যতা বেরিয়ে আসবে।” পাশাপাশি শান্তনুবাবুর দাবি, “এই ঘটনার সঙ্গে অস্ত্র আমদানির যোগসূত্র থাকতেই পারে।”