বাংলা হান্ট নিউজ ডেস্ক: শেষবার তাকে মাঠে দেখা গিয়েছিল ডিসেম্বর মাসের ১০ তারিখে। পর্তুগালের হয়ে পরিবর্তন ফুটবলার হিসেবে মাঠে নেমে ছিলেন মরক্কোর বিরুদ্ধে। কিন্তু নিজের গোটা কেরিয়ার জুড়ে যে ম্যাজিক তিনি দেখিয়ে এসেছেন সেদিন তা অনুপস্থিত ছিল এবং পর্তুগাল মরক্কোর কাছে ১-০ ফলে হেরে নিজেদের বিশ্বকাপ অভিযান শেষ করেছিল। চোখের জলে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে থেকে বিদায় নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
আর শেষবার তাকে ক্লাব ফুটবল খেলতে দেখা গিয়েছিল নভেম্বর মাসের ৬ তারিখে। সেই স্মৃতিও খুব একটা সুখের নয়। ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হিসেবে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে সেই ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল সিআরসেভেনকে। তারপরে নানান বিতর্কে জড়িয়ে অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়েছিল।
ইউরোপিয়ান ফুটবলের মায়া কাটিয়ে রোনাল্ডো তারপর যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। সেখানে এক বছরে প্রায় ১৭৭৬ কোটি টাকা মাইনে পাচ্ছেন তিনি। এখনো অবধি নিজের নতুন ক্লাবের হয়ে মাঠে নামা হয়নি তার। তবে কবে তার অভিষেক হচ্ছে সেই ব্যাপারটা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে সকলের কাছে।
আগামী ১৯শে জানুয়ারি ফ্রান্সের সবচেয়ে বড় ক্লাব পিএসজির বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে সৌদি আরবের দুই সবচেয়ে বড় ক্লাব আল নাসের এবং আল হিলালের সংযুক্ত একাদশ। সেদিন ফের একবার মাঠে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। মেসি, নেইমার, এমবাপ্পে সমৃদ্ধ পিএসজির মুখোমুখি হবেন তিনি। পরিসংখ্যান বলছে, সেই ম্যাচটির টিকিটের জন্য অনলাইনে আবেদন করেছিল ২০ লক্ষ্য মানুষ। কিন্তু তাদের মধ্যে টিকিট দেওয়া সম্ভব হয়েছে মাত্র ২৫০০০ জনকে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনো নিজের দেশ পর্তুগালের হয়ে খেলবেন কিনা সেই সম্পর্কে কেউ নিশ্চিত না। পর্তুগাল ফুটবল ফেডারেশন সম্প্রতি প্রাক্তন বেলজিয়াম কোচ, স্প্যানিশ নাগরিক রবার্তো মার্তিনেজকে নতুন পর্তুগাল ফুটবল দলের কোচ হিসাবে নিযুক্ত করেছে। তিনি যদি ৩৮ বছর বয়সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দলে না চান তবে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে আর দেখা যাবে না।