বাংলা হান্ট ডেস্কঃ নববর্ষের আগেই শিক্ষকদের (Teachers) জন্য বিরাট সুখবর! জানা যাচ্ছে, একসঙ্গে ২ মাসের বেতন ঢুকবে সরকারি শিক্ষকদের অ্যাকাউন্টে। আর এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গেছে। তবে এই সুখবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের (West Bengal State Government Workers) জন্য নয়। আসলে মুম্বইতে কিছু সরকারি কলেজের শিক্ষককে একসঙ্গে ২ মাসের বেতন দেওয়া হবে। কিন্তু কেন?
মহারাষ্ট্রের উচ্চ শিক্ষা দফতর জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে মুম্বইতে বেশ কিছু সরকারি কলেজের শিক্ষককে গত দুই মাস ধরে বেতন দেওয়া যায়নি। বর্তমানে সেই সমস্যার সমাধান হয়েছে তাই আগামী ১৫ এপ্রিল সেই সমস্ত শিক্ষকের অ্যাকাউন্টে বকেয়া দুই মাসের বেতন পাঠানো হবে। জানিয়ে রাখি, এই সকল শিক্ষকরাই রাজ্য সরকারি কর্মচারী।
গত দুমাস বেতন না মেলায় বহু সমস্যায় পড়তে হয়েছে সেই রাজ্য সরকারি কর্মীদের। যা নিয়ে বহু অভিযোগ, ক্ষোভও সামনে এসেছে। তবে এবার তাদের বকেয়া বেতন মেটাতে উদ্যোগী হয়েছে শিক্ষা দফতর। চলতি মাসেই তাদের সমস্ত টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ‘শ্যামবাজারের এক বাড়িতে ভাইপো, পিকে সহ চারজন তার পা ধরেছিলেন’, বিস্ফোরক শুভেন্দু
তবে এতদিন বেতন আটকে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই সকল সরকারি কর্মীরা। এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাতকারে বেতন না পাওয়া এক কর্মী জানান, ‘প্রথমে আমরা ভেবেছিলাম, এমনিতেই একটু দেরি হচ্ছে। চলে আসবে ঠিকই। তবে তারপর থেকে টানা দু’মাস বেতন ঢোকেনি। সবার মধ্যে চিন্তা শুরু হয়। সরকারের তরফেও এই সমস্যা নিয়ে আমাদের কিছু জানানো হয়নি।’