হকার উচ্ছেদের পর নজর ঝুপড়িতে! ফুটপাথ বাসীদের পুনর্বাসনের জন্য জমি খুঁজছে পুরসভা

বাংলা হান্ট ডেস্ক: মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর থেকে রাজ্যজুড়ে চলছে জমি উচ্ছেদের কাজ। ইতিমধ্যেই শুরু হয়েছে কলকাতার ফুটপাথ (Kolkata Footpath) থেকে হকার উচ্ছেদের কাজ। যদিও হকার উচ্ছেদের পাশাপাশি ইতিমধ্যেই তাদের পুনর্বাসনের জন্য জমি খোঁজা শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা। তবে হকারদের পর এবার কলকাতা পুরসভার নজর ফুটপাত বাসীদের (Footpath Dwellers ) ওপর।

কলকাতার রাস্তাঘাটে বেশিরভাগ রেলস্টেশনের ধারে কিংবা ব্রিজের নিচে ঝুপড়িতে দিন কাটান বহু ফুটপাতবাসী। যার ফলে সাধারণ মানুষের চলাচল করার ক্ষেত্রেও ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। তাই এই সমস্ত ফুটপাতবাসীদের রাস্তা থেকে উৎপাত করতেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একাধিক ঝুপড়ি।  সেই সাথে এবার ফুটবলবাসীদের থাকার ব্যবস্থাও করতে চলেছে কলকাতা পুরসভা।

এই কারণেই ফুটপাতবাসীদের থাকার জন্য প্রাথমিকভাবে নাইট শেল্টারের ব্যবস্থা করা হচ্ছে। যার জন্য আরও দুটি নাইট শেল্টার তৈরি করার হবে বলে জানিয়েছে পুরসভা। সাধারণত শিয়ালদা, রাজাবাজার,রাসবিহারী, কিংবা  টালিগঞ্জের মতো কলকাতা শহরের একাধিক এলাকায় এভাবেই ফুটপাতের ধারে ঝুপড়িতে পড়ে থাকেন বহু মানুষ।

এবার  তাদের  উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর থেকে শিয়ালদা, রাজাবাজারের ফুটপাত থেকে বেশ কিছু ঝুপড়ি ভেঙে দেওয়া হয়েছে। বালিগঞ্জে এলাকা থেকেও একই ভাবে সরানো হয়েছে বহু ফুটপাথবাসীদের। যার ফলে পরিবার নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন ওই সমস্ত ঝুপড়িতে থাকা পরিবার গুলি। এই পরিস্থিতিতে শহরের  মোট ১১ টি নাইট শেল্টারে ফুটপাত বাসীদের রাখার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: বেআইনিভাবে বিক্রি হচ্ছে সরকারি স্কুলের বই! বিনামূল্যের পাঠ্য বইয়ের দাম নাকি ৫০০ টাকা?

তাই সম্প্রতি পুলিশ প্রশাসনের বৈঠকেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফুটপাতে আর কোন গৃহহীন মানুষ থাকবেন না। পাশাপাশি তাদের থাকার ব্যবস্থা করার জন্য নাইট শেল্টার তৈরির কথাও ভাবছে কলকাতা পুরসভা। জানা যাচ্ছে পুজোর আগেই আরও দুটি নাইট শেল্টার তৈরি করা হবে। এ বিষয়ে পুরসভার মেয়র পারিষদ (সমাজকল্যাণ) মিতালী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,’পুজোর আগেই এই দুটি তৈরি করার পরিকল্পনা রয়েছে।’

Footpath

সেগুলি উত্তর কলকাতার মুরারি পুকুর এবং টালিগঞ্জের গান্ধী কলোনিতে তৈরি করা হবে। আর এই ফুটপাত বাসীদের উচ্ছেদের পরেও যদি কেউ ফুটপাতে রাত কাটান তাহলে তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এই কলকাতা পুরসভা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর