মোহনবাগান ২, ইস্টবেঙ্গল ০! ভারতীয় ফুটবলকে কেন্দ্র করে হতাশাই সঙ্গী বাঙালি ফুটবলপ্রেমীদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি মাসে অর্থাৎ মার্চেই ইম্ফলে একটি ত্রিদেশীয় প্রদর্শনী টুর্নামেন্টে অংশ নিতে চলেছে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। ভারত ছাড়া আর যে দেশগুলি এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছেন তারা হলো মায়ানমার ও কিরঘিজ রিপাবলিক। কলকাতায় প্রস্তুতি শিবির শেষ হওয়ার পরে মার্চ মাসের শেষ দুই সপ্তাহে খুমন লম্পক স্টেডিয়ামে এই টুর্নামেন্ট খেলতে মাঠে নামবে ভারতীয় দল। এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এবার একটি সম্ভাব্য ২৩ জনের স্কোয়াড এবং একটি রিজার্ভ স্কোয়াড ঘোষণা করেছেন ভারতীয় ফুটবল দলের বর্তমান ক্রোয়েশিয়ান কোচ ঈগর স্টিম্যাচ (Igor Stimac)।

আশ্চর্যের ব্যাপার হল ওই ২৩ জনের স্কোয়াডে এখনো পর্যন্ত জায়গা পেয়েছেন মাত্র দুই এটিকে মোহনবাগানের ফুটবলার। সেই দুই ফুটবলার হলেন গ্লেন মার্টিন্স ও মনবীর সিং কিন্তু সবুজ মেরুন শিবির চলতি আইএসএলের ফাইনালে পৌঁছেছে। তারপরেও সেই দলের তারকা অভিজ্ঞ ফুটবলের কেন অবজ্ঞা করা হচ্ছে এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। বলাই বাহুল্য গত কয়েক বছর ধরে অত্যন্ত খারাপ ফর্মে থাকা ইস্টবেঙ্গল দল থেকে কেউ এই ২৩ জনের স্কোয়াডে জায়গা পাননি।

তবে ঈগর যে রিজার্ভ স্কোয়াড ঘোষণা করেছেন সেই স্কোয়াডে এটিকে মোহনবাগানের পাঁচজন ফুটবলার আছেন। ইস্টবেঙ্গলের প্রতিভাবান তরুণ উইঙ্গার নাওরেম মহেশ সিংও ওই স্কোয়াডে জায়গা পেয়েছেন। সবুজ মেরুণ শিবিরের হয়ে চলতি আইএসএলে দুরন্ত গোলকিপিং করা বিশাল কাইথ সহ প্রীতম কোটাল, শুভাশিস বোস, আশিস রাই, লিস্টন কোলাসোরা আছেন রিজার্ভে। যদিও এটা চূড়ান্ত দল নয়। আইএসএল ফাইনাল শেষ হওয়ার পর চূড়ান্ত দল ঘোষণা করবেন ভারতীয় কোচ। প্রসঙ্গত ২৩ জনের মূল স্কোয়াডে এখনো অবধি রয়েছেন মাত্র একজন বাঙালি। তিনি হলেন জামশেদপুর এফসির ঋত্বিক দাস।

সম্ভাব্য ২৩ জনের স্কোয়াড-
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, ফুর্বা লাচেনপা, অমরিন্দর সিং;
রক্ষণ: সন্দেশ ঝিঙ্গান, রোশন সিং, আনোয়ার আলি, আকাশ মিশ্র, চিঙলেনসানা সিং, রাহুল ভেকে, মেহতাব সিং, গ্লেন মার্টিন্স
মাঝমাঠ: সুরেশ ওয়াংজাম, রোহিত কুমার, অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, ইয়াসির মহম্মদ, ঋত্বিক দাস, জিকসন সিং, লালিয়ানজুয়ালা ছাঙতে, বিপিন সিং
আক্রমণ: মনবীর সিং, সুনীল ছেত্রী, শিবশক্তি নারায়ণন

রিজার্ভ স্কোয়াড-
গোলরক্ষক: বিশাল কয়েথ, প্রভসুখন গিল
রক্ষণ: প্রীতম কোটাল, শুভাশিস বোস, আশিস রাই, নরেন্দর গেহলট
মাঝমাঠ: লিস্টন কোলাসো, নিখিল পূজারী, সহাল আব্দুল সামাদ, নাওরেম মহেশ সিং
আক্রমণ: ইশান পন্ডিতা

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর