এই ক্রিকেটারদের সঙ্গে অবিচার করলেন নির্বাচকরা, দক্ষিণ আফ্রিকা সফরে দলে দিলেন না স্থান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। অজিঙ্কা রাহানের জায়গায় টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সীমিত ওভারের ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। ভারতীয় দলের অনেক ম্যাচ উইনার যারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোমসিরিজে দলে নির্বাচিত হননি তারা এই সফরের দলে সুযোগ পেয়েছেন। কিন্তু দুই তরুণ ক্রিকেটার যাদের ধীরে ধীরে টেস্ট স্কোয়াডে নিয়মিত করে তোলা হবে বলে আশা করা হয়েছিল, তাদের এই সফরে নিয়ে যাওয়া হচ্ছে না। জেনে নিন এই তরুণ দুই ক্রিকেটারের সম্পর্কে।

   

প্রসিদ্ধ কৃষ্ণা :
আইপিএলের মঞ্চে নিজেকে প্রমাণ করা প্রসিদ্ধ কৃষ্ণা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের স্কোয়াডে নির্বাচিত হলেও একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি এই তরুণ তারকা। আইপিএলে তিনি প্রমাণ করেছেন তিনি বড় তারকাদের ভিড়ে পারফর্ম করতে পিছপা হন না। দক্ষিণ আফ্রিকা সফরের পিচগুলি ফাস্ট বোলারদের সহায়ক হবে তা সকলেরই জানা। এমতাবস্থায় সেই পিচে তিনি সুযোগ পেলে নিজেকে হয়তো প্রমাণ করতে পারতেন। একদিনের ক্রিকেটে তিনি চলতি বছরে ভারতের হয়ে অভিষেক করেছেন এবং ৩টি ম্যাচে ৬ টি উইকেট নিয়েছিলেন।

Srikar Bharat

শ্রীকর ভরত :
এই উইকেটরক্ষক ব্যাটসম্যানও প্রথমে আইপিএলের মঞ্চে দেখিয়েছেন যে তিনি তারকাদের মধ্যেও নিজেকে হারিয়ে যেতে দেন না। ভরতকেও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নির্বাচিত করা হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঋদ্ধিমান সাহার চোটের কারণে এই উইকেটরক্ষক দুর্দান্ত উইকেটকিপিং করে দেখান। উইকেটকিপিংয়ে তিনি রিশভ পন্থের চেয়ে ভালোমানের বলে অনেকে দাবি করেছেন। আইপিএলে ব্যাট হাতে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। অনেকের মতে ফুরিয়ে আসা ঋদ্ধিমানের বদলে অনেক বেশি কার্যকর অপশন হতে পারেন শ্রীকর ভরত।

দক্ষিণ আফ্রিকার সফরের জন্য নির্বাচিত টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, রিশভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবি অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব, যশপ্রিত বুমরা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ।

স্ট্যান্ডবাই: নবদীপ সাইনি, সৌরভ কুমার, দীপক চাহার, অর্জন নাগওয়াসওয়ালা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর