বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ভোট পর্ব শুরু হয়ে গেছে। ইতিমধ্যে প্রথম দফায় ৩০টি আসনে ভোট সম্পন্ন হয়েছে। আগামীকাল দ্বিতীয় দফায় আরও ৩০ আসনে ভোট হতে চলেছে। নির্বাচনকে মাথায় রেখে সব দলই নিজেদের ঘুঁটি সাজাতে ব্যস্ত। কিন্তু বাংলায় এখনও দল বদলের পালা অব্যাহত। আর সেই ক্রমেই এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন গঙ্গারামপুর টাউনের তৃণমূল সভাপতি তথা ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক বর্ধন।
কিছুদিন ধরেই ওনার বিজেপি যোগের জল্পনা বেড়েছিল। আর সেই জল্পনাকে সত্যি প্রমাণ করে এবার তিনি বিজেপিতে যোগ দিলেন। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসস্ট্যান্ড সংলগ্ন বিজেপির পার্টি অফিসের সামনে একটি সভার আয়োজন করেছিল গেরুয়া শিবির। আর সেই সভাতেই বালুরঘাটের বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার এবং গঙ্গারামপুরের বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়ের হাত ধরে তৃণমূল কাউন্সিলর অশোক বর্ধন বিজেপিতে যোগ দেন।
তবে শুধু অশোক বর্ধনই নন, মঙ্গলবার বিজেপিতে যোগ দেন তৃণমূলের হাজার দুয়েক কর্মী। বিজেপিতে যোগ দেওয়ার পর অশোকবাবু বলেন, তৃণমূলে থেকে কাজ করা যাচ্ছিল না। দল দুর্নীতিতে ভরে গেছে। আর নিজের ভাবমূর্তি বজায় রাখতেই আমি বিজেপিতে যোগ দিলাম। তিনি এও জানান যে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করতে তিনি কোমর বেঁধে মাঠে নামবেন।
একদা গঙ্গারামপুর সিপিএম-এর শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। কিন্তু ২০১১-এর পালাবদলের পর সিপিএম-এর শক্ত ঘাঁটি চলে যায় তৃণমূলের দখলে। এরপর ২০১৯ এর লোকসভা নির্বাচন আসতে আসতে ধীরে ধীরে গেরুয়ার দিখে ঝুঁকতে থাকে গঙ্গারামপুর।