এক যাত্রীবাহী বাসের পিছনে অপর আরেকটি যাত্রীবাহী বাসের ধাক্কা,আহত ১০

এক যাত্রীবাহী বাসের পিছনে অপর আরেকটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হল দশ যাত্রী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সিকালে পুর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের দাড়িবেড়িয়াতে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে মহিষাদল থানার দারিবেড়িয়া বাস স্টপে হলদিয়া মেছেদা রাজ্যসড়কে হলদিয়া – ঝাড়গ্রাম রুটের মেছেদাগামী একটি বাস যাত্রী তোলার জন্য দাঁড়িয়েছিল। সেই সময় অপর একটি মেছেদাগামী কুঁকড়াহাটি – হিজলি শরিফ রুটের একটি বাস সজোরে গিয়ে ধাক্কা মারে।

 

ধাক্কার জেরে মোট দশ জন যাত্রী আহত হয়েচে। এদের মধ্যে গুরুতর আহত এক ব্যাক্তি। আহত দের মহিষাদল হাসপাতালে ভর্তি করা হযেছে।

IMG 20190730 WA0010

এই দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে হলদিয়া মেছেদা রাজ্য সড়ক। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছেছে।

সম্পর্কিত খবর