শুধুমাত্র কালীগঞ্জ উপনির্বাচনের জন্য ১৮-২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! চলতি সপ্তাহেই আসছে বাংলায়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন (Assembly Election)। সেই নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। তার আগে বাংলায় আরেক নির্বাচন।
সম্প্রতি পশ্চিমবঙ্গ-সহ (West Bengal) চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (By-election) দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

১৮-২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন | By-election

জুন মাসে পশ্চিমবঙ্গে উপনির্বাচন হবে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন (বৃহস্পতিবার)। ভোটগণনা হবে ২৩ জুন (সোমবার)। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুধুমাত্র বাংলার এই একটি কেন্দ্রে নির্বাচনের জন্য আপাতত ১৮-২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে।

ফেব্রুয়ারি মাসে কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রয়াত হন। সেই কেন্দ্রেই উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চলতি বছর ফেব্রুয়ারি মাসে অসুস্থ হয়ে পড়েন কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন। হাসপাতালেই চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। তারপর থেকেই বিধায়কহীন কালীগঞ্জ।

Election Commission reveals final voter list of West Bengal

এদিকে ৩১ জুলাইয়ের মধ্য়ে নির্বাচন কমিশনকে উপনির্বাচন করাতে হবে। সেই ডেডলাইন মাথায় রেখে রবিবার বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন। কমিশন সূত্রে খবর, এই সপ্তাহের মধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছাবে। একটি কেন্দ্রের ভোটের জন্য এত সংখ্যক বাহিনী মোতায়েন সত্যিই তাৎপর্যপূর্ণ বিষয়।

ভিডিও দেখুন: https://youtu.be/ClqTt_hoxiM?si=bmlyfLx13SiO3vWk

প্রসঙ্গত, এ রাজ্যে ভোট কারচুপির অভিযোগ বরাবরই। হামেশাই শাসকদলের বিরুদ্ধে ভোটলুঠ-কারচুপি তুলে থাকে বিরোধীরা। যদিও ২০২১-এর বিধানসভা নির্বাচনে নাসিরুদ্দিন আহমেদ ১ লক্ষ ১১ হাজারের বেশি ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছিলেন। এবার সেই আসনেই উপনির্বাচন। যার ফলাফলের দিকে নজর সকলের।

আরও পড়ুন: দুবছর ধরে দেশের সঙ্গে ‘গদ্দারি’, হামলার আগে পহেলগাঁওতেই মোতায়েন ছিল ধৃত CRPF জওয়ান! কী তথ্য এল NIA-র হাতে?

বাংলা ছাড়াও উপনির্বাচন রয়েছে গুজরাতের দু’টি কেন্দ্র, কেরল এবং পঞ্জাবের একটি করে কেন্দ্রে। কোথাও নির্বাচিত বিধায়কের মৃত্যু, কোথাও পদত্যাগের কারণে ওই আসনগুলি খালি হয়েছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X