বাংলা হান্ট ডেস্কঃ জম্মু-কাশ্মীর থেকে আসছে বড় খবর। শ্রীনগরে জঙ্গিরা গ্রেনেড হামলা করেছে যাতে ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, নিরাপত্তা বাহিনীর ওপর গ্রেনেড দিয়ে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের এই হামলায় এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।
জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর ফের জঙ্গিদের নিশানায়। বিকেলে জঙ্গিরা আমিরা কদল মার্কেটে গ্রেনেড হামলা চালায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেনেড হামলায় বেশ কয়েকজন পুলিশ জওয়ান গুরুতর আহত হয়েছেন।
জঙ্গিদের অতর্কিত হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং জঙ্গিদের উদ্দেশ্যে তল্লাশি অভিযান শুরু করে দেয়। বর্তমানে কারা গ্রেনেড হামলা করেছে এবং কী উদ্দেশ্যে তা সামনে আসেনি। জঙ্গিদের ধরতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জঙ্গিরা যখন গ্রেনেড নিয়ে হামলা চালায় সে সময় আমির কদল বাজারে নিরাপত্তা বাহিনীর একটি দল উপস্থিত ছিল। জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালালে তাঁরা লক্ষ্যভ্রষ্ট হয়। জঙ্গিদের ছড়া গ্রেনেড প্রধান বাজারের দিকে গিয়ে পড়ে।