বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে ২০২৪ শেষ হতে চলল। হাতেগোনা কয়েকদিন পরেই নতুন বছরকে স্বাগত জানানোর পালা। এই আবহে বড় সুখবর দিল সরকার! ৪% কিংবা ৫% নয়, এবার একধাক্কায় ২০% ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করা হল।
নববর্ষের আগেই ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সুখবর দিল সরকার!
বিগত দু’মাসে কেন্দ্রীয় সরকার এবং একাধিক রাজ্য সরকারের তরফ থেকে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। কেউ ৩%, কেউ আবার ৪% ডিএ (DA) বাড়িয়েছে। এবার সুখবর পেলেন জম্মু ও কাশ্মীর পরিবহণ নিগমের কর্মচারীরা। একধাক্কায় তাঁদের ২০% মহার্ঘ ভাতা বাড়াল সরকার। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে।
সেখানকার পরিবহণ নিগমের কর্মীদের স্বার্থে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার অঙ্গ হিসেবেই এই ২০% ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা বলে জানা যাচ্ছে। এদিকে বছর শেষের আগেই এই সুখবর পেয়ে মুখে হাসি ফুটেছে অনেকের।
আরও পড়ুনঃ হুড়মুড়িয়ে নামবে তাপমাত্রা! কনকনে শীত কবে থেকে? এক নজরে বাংলার আবহাওয়ার খবর
এমনিতে বিগত দু’মাসে দেশের নানান প্রান্ত থেকে ডিএ বৃদ্ধির খবর সামনে এসেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশাপাশি নানান রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদেরও (Government Employees) মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। সেই সঙ্গেই পরিবহণ নিগমের কর্মী সহ অন্যান্য নানান বিভাগের কর্মীদেরও ডিএ বাড়িয়েছে বহু রাজ্য সরকার। এবার যেমন সুখবর পেলেন জম্মু ও কাশ্মীর পরিবহণ নিগমের কর্মচারীরা।
এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের কথা বলা হলে, বর্তমানে তাঁরা ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৪% হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাঁদের মহার্ঘ ভাতার ফারাক ৩৯%। তবে খাতায়কলমে দেখা হলে, চলতি বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেশি বেড়েছে।
২০২৪ সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৭% মহার্ঘ ভাতা (Dearness Allowance) (প্রথম দফায় ৪%, দ্বিতীয় দফায় ৩%) বেড়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ৮% ডিএ (দুই দফাতেই ৪%) বৃদ্ধি পেয়েছে। খাতায় কলমে চলতি বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেশি বাড়লেও, এখনও ৩৯ শতাংশের ফারাক রয়েই গিয়েছে।