বাংলা হান্ট ডেস্কঃ আর হাতে গোনা কয়েকদিন। তারপরই বাজেট পেশ করবে কেন্দ্র সরকার। তার আগেই এল সুখবর। এবার জেড+ এবং জেড+ (অ্যাডভান্সড সিকিউরিটি লিয়াজোঁ) নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আধাসামরিক বাহিনীর জওয়ানদের বিশেষ ভাতা (Allowance Hike) দেবে কেন্দ্র (Central Government)। বৃহস্পতিবার এই নিয়ে নির্দেশ জারি হয়েছে।
এবার থেকে নিরাপত্তা কর্মীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ অতিরিক্ত ভাতা পাবেন। জানিয়ে রাখি বর্তমানে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) জওয়ানদেরও এই ধরনের বিশেষ ভাতা প্রদান করা হয়। এবার যে সকল সিএপিএফ কর্মীরা জেড + এবং এএসএল বিভাগে জেড + ভিআইপি সুরক্ষা দায়িত্বে নিযুক্ত রয়েছেন তাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক নির্দেশ জারি করে জানিয়েছে, ‘ভিআইপি সুরক্ষা দায়িত্বে নিযুক্ত সিএপিএফ কর্মীদের মূল বেতনের ২০ শতাংশ হারে বিশেষ সুরক্ষা ভাতা (এসএসএ) দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রস্তাব করেছিল। সেই প্রস্তাবটি খতিয়ে দেখে শুধুমাত্র জেড + এবং এএসএল বিভাগে জেড + ভিআইপি সুরক্ষা দায়িত্বে নিযুক্ত রয়েছেন সেই সকল সিএপিএফ কর্মীদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের সুরক্ষা প্রোটোকল জেড, ওয়াই প্লাস, ওয়াই এবং এক্স অনুযায়ী ভিআইপি সুরক্ষা সরবরাহকারীরা এই ভাতা পাবেন না। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employees) বেতন সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) অনুমোদন দিয়েছে মোদী মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন ২০২৬ সালের মধ্যেই অষ্টম পে কমিশন গঠন করা হবে।
আরও পড়ুন: ‘আপনাদের জন্যই আপনাদের মেয়ের ধর্ষক…’ তিলোত্তমার বাবা-মাকে বেলাগাম আক্রমণ কুণালের
প্রসঙ্গত, সেই সময় দেওয়া সুপারিশগুলি ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। এবার দশ বছর হতে ২০২৬ সালের জানুয়ারি থেকে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন শুরুর নিয়ে সুখবর দিল মোদী সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে প্রায় ৪৯ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং প্রায় ৬৫ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।