ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকতেই চক্ষু চড়ক গাছ, ১০ নয় ২০ হাজার টাকা! বিতর্ক তুঙ্গে

বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি মতন ট্যাব (tab) কেনার টাকা ঢুকতে শুরু করেছে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় ট্যাব কেনার টাকা পেয়েই ডিজে বাজিয়ে আন্দনের বহিঃপ্রকাশ ঘটিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বেশ কয়েকজন পড়ুয়া। কিন্তু পশ্চিম মেদিনীপুরের কেশপুরের (Keshpur) ঘটে গেল এক বিপত্তি।

ট্যাব কেনার টাকা পৌঁছায় কেশপুরের ধলহারা পাগলীমাতা উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অ্যাকাউন্টে। কিন্তু একবার নয়, পর পর দুবার ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা ঢোকে ভোকেশনাল বিভাগের ২৪ জনের অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট চেক করতেই চক্ষু চড়ক গাছ পড়ুয়াদের। কিন্তু বিপাকে পড়ে স্কুল কর্তৃপক্ষ।

Mamata Banerjee PTI

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমে নামের তালিকা পাঠানোর সময় ভুল বানান টাইপ করা হয়েছিল স্কুলের ই-মেল আইডিতে। তারপর সেটিকে সংশোধন করে আবারও পাঠানোর আগেই, সফটওয়্যারের সমস্যা থাকার কারণে সেই ভুল তালিকাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চলে যায়। অর্থাৎ পর পর দুটি তালিকা চলে যাওয়ায় দুবার করে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তবে এই ঘটনার পর সেসকল পড়ুয়াদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, তাদের অভিভাবক সহ পাসবুক আপডেট করার পর বাড়তি টাকা নিয়ে স্কুলের সঙ্গে দেখা করার কথাও বলা হয়েছে।

অ্যাকাউন্টে দুবার করে টাকা ঢোকায় কোন কোন পড়ুয়া তো বেজায় খুশি। তারা আর সেই অর্থ ফেরত দিতে চাইছে না। এই নিয়ে জোড় বিতর্ক শুরু হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত অর্থ পড়ুয়াদের থেকে ঠিক ফেরত নেওয়া হবে।

Smita Hari

সম্পর্কিত খবর