বছর ১৬-র সাক্ষীকে ২০ বার ছুরির কোপ, পাথর থেঁতলে খুন! উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার খুনি সাহিল

বাংলা হান্ট ডেস্ক : দিল্লিতে ১৬ বছরের নাবালিকাকে নৃশংস (Delhi Murder Case) ভাবে খুনের ঘটনায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুলন্দশহর থেকে গ্রেফতার অভিযুক্ত সাহিল।

পুলিস সূত্রে খবর, অপরাধের পর সাহিল এলাকা থেকে উত্তরপ্রদেশের বুলন্দশহরে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে খুব সহজেই সাহিলকে খুঁজে পেয়েছে পুলিস। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, সাহিল পেশায় ফ্রিজ, এসির মেকানিক। ওই নাবালিকার সঙ্গে তার সম্পর্ক ছিল। ঘটনার এক দিন আগে দুজনের মধ্যে মনোমালিন্য হয়।

পরের দিন মেয়েটি তার বন্ধুর বাড়ি যাচ্ছিল নিমন্ত্রণ রক্ষা করতে। সেই সময় কার্যত সকলের মাঝখানেই মেয়েটিকে নির্মম ভাবে হত্যা করে সাহিল। মাথায় প্রায় ২০ বার ছুরি দিয়ে আঘাত করার পর ছুরিটি এক সময় গেঁথে যায় খুলিতে। এরপর বড় পাথর দিয়ে মেয়েটির মাথায় আঘাত করে সে। পুরো ঘটনাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। পুলিস অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি ৩০২ ধারায় এফআইআর দায়ের করেছে।

দিল্লিতে কিশোরীকে নৃশংস খুনের ঘটনায় মূল অভিযুক্তকে উত্তর প্রদেশের বুলন্দশহর থেকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত ২০ বছরের সাহিল। উত্তর – পশ্চিম দিল্লির শাহবাদ এলাকায় একটি ১৬ বছরের কিশোরীকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে সে। তারপর কিশোরীর মৃত্যু নিশ্চিত করতে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে। গোটা ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল স্থানীয় বাসিন্দারা। কেউ কোনও প্রতিবাদ করেনি। যাইহোক এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সোমবার পুলিস জানিয়েছে সোশ্যাল মিডিয়া থেকেই মূল অভিযুক্তরে সনাক্ত করা হয়েছে। তারপরই তাকে গ্রেফতার করা হয়েছে।

দিল্লি পুলিসের জনসংঘোগ আধিকারিক সুমন নালওয়া জানান খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সাহিলকে। সাহিল ফ্রিজ ও এসি সারানোর কাজ করত। পুলিস আরও জানিয়েছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ফুটেজে দেখা গেছে সাহিল কিশোরীকে একের পর এক ছুরি মেরে যাচ্ছে। অনেকেই তাকে থামানোর চেষ্টা করেছিল। কিন্তু কেউ তা করতে পারেনি। রাস্তার মানুষ সাহিলের কাণ্ডে দেখে রীতিমত ভয় পেয়েছিল। তবে কিশোরীর মৃত্যুর পরেই সাহিল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে হত্যার কারণ এখনও জানা যায়নি। নিহত তরুণী শাহবাদ ডেয়ারির জেজে কলোনীর বাসিন্দা। রাস্তাতেই পড়েছিল তাঁর নিথর দেহ। এক পুলিশ কর্তা জানিয়েছে রবিবার রাতে কিশোরী বাড়ি ফেরার সময়ই অভিযুক্ত তার ওপর চড়াও হয় । প্রথমে তাঁকে একাধিকবার ছুরিকাঘাত করে। পুলিস জানিয়েছে, সাহিল ও নিহতের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। স্থানীয় সূত্রে তারা জানতে পারেছে শনিবার রাতের দিকে তাদের মধ্যে ঝগড়া হয়।

রবিবার কিশোরী তার বন্ধুর ছেলের জন্মদিনের পার্টিতে যোগ দিতে যেতে চেয়েছিল। কিন্তু তাতে সাহিল বাধা দেয়। তাতেই দুজনের মধ্যে সমস্যা তৈরি হয়। যাইহোক নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে শাহবাদ ডেয়ারি থানা ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করেছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর