বাংলা হান্ট ডেস্ক: দেশের সীমান্তে প্রতিনিয়ত সেনারা তাদের নির্ঘুম দায়িত্ব পালন করেন যাতে আমরা শান্তির ঘুম দিতে পারি। দিনের পর দিন সীমান্তে ঘটে যাওয়া একের পর এক যুদ্ধের সম্মুখীন হয়েছেন তাঁরা এবং সাফল্য লাভ করে বার বার নিজেদের দক্ষতা প্রমাণ করেছে ভারতীয় সেনা।
২৬ জুলাই , ১৯৯৯, আজ থেকে ঠিক ২০ বছর আগে কার্গিল যুদ্ধে বিজয় লাভ করেছিল ভারতীয় সেনা৷ এই দিনটিকে গর্বের সঙ্গে সকলের স্বয়নে বারবার ফিরিয়ে আনতেই, প্রত্যেক বছরই ২৬ জুলাই গোটা দেশ জুড়ে উজ্জাপিত হয় কার্গিল দিবস৷ আজ এই দিনটির কথা স্মরণে রেখে রাষ্ট্রপতি রামনামথ কোবিন্দ কার্গিল বিজয় দিবসে সেলাম জানালেন ভারতীয় সেনা কে৷ তিনি ট্যুইট করে লিখলেন, ‘কার্গিলের চূড়ায় ভারতীয় সেনার জয়কে আজকে স্মরণ করার দিন৷ ভারতীয় সেনাকে সেলাম আমার তরফ থেকে৷ ’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কার্গিল বিজয় দিবসকে স্মরণ করে ট্যুইট করেছেন ‘১৯৯৯ সালে কার্গিলে গিয়ে দেশের সেনাবাহিনীর সঙ্গে দেখা করেছিলাম৷ আজও মনে আছে সেই অভিজ্ঞতার কথা৷ ভারতীয় সেনা বাহিনীকে সেলাম জানাই৷ ’