১০০ দিনের কাজে ২০০ কোটির দুর্নীতি! দিল্লী টিমের তদন্তে সায় দিচ্ছে না নবান্ন

বাংলাহান্ট ডেস্কঃ ১০০ দিনের কাজ নিয়ে উঠল দুর্নীতির অভিযোগ। তদন্তের স্বার্থে বাংলায় (west bengal) কেন্দ্রীয় টিম পাঠাতে চাইলেও, অনুমতি দিচ্ছে না নবান্ন (nabanna)। এই ঘটনায় ২০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বিষয়টা হল, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতর কিউ-১১০১৮/০১/২০২০/-এন নম্বর নির্দেশিকা থেকে জানা গিয়েছে, ১০০ দিনের কাজের জন্য অনেক যন্ত্রপাতি কেনার জন্য টেন্ডার ডাকতে হয়। আর এই বিষয়েই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে এমনটাই লেখা হয়েছে।

100 days work 3

২০০ কোটি টাকার এই দুর্নীতির মধ্যে ৫ জেলা বাঁকুড়া, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ ২৪ পরগনার নাম রয়েছে। অভিযোগ উঠেছে, এই ৫ জেলায় এই দুর্নীতি হয়েছে। সমস্ত পঞ্চায়েতকে এই নোটিশ পাঠিয়ে দিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন। তবে ১০ ই অক্টোবরের মধ্যে এই বিশসয়ে অডিট শেষ করে ১৬ ই অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছে কেন্দ্র সরকার।

তবে ন্যাশনাল মনিটরিং টিমের এক আধিকারিক জানিয়েছেন, জেলায় জেলায় এই বিষয়ে তদন্ত করার জন্য রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন। কিন্তু নবান্ন থেকে এখনও এই বিষয়ে কোন সম্মতিই পাওয়া যায়নি।

অন্যদিকে এই বিষয়ে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন, আগেও এরকম অনেক অভিযোগ করা হয়েছিল রাজ্যের বিরুদ্ধে। তবে এসব অভিযোগের কোন ভিত্তি নেই। পুজোর মুখে রাজ্যের উপর এমন অভিযোগ ওঠায় বেশ জল্পনা কল্পনা শুরু হয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর