দোল উপলক্ষে ২০০ কোটি টাকার মদ বিক্রি পশ্চিমবঙ্গে, রেকর্ড লাভ রাজ্যের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত সপ্তাহেই গেল বাঙালির রঙের উৎসব দোল। আর এই উৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজস্ব ব্যাপক বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে যে, দোলের আগের দিন বৃহস্পতিবার থেকে হোলির পরের দিন রবিবার পর্যন্ত রাজ্যে ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

এই চার দিনে গড়ে ৫০ কোটি টাকা করে মদ বিক্রি হয়েছে। এবারের এই বিক্রি গতবারের তুলনায় অনেক বেশি বলেই জানা গিয়েছে। গতবার করোনা ভ্রূকুটি থাকার ফলে অনেকেই রাস্তায় দোল খেলতে বের হননি। আর এই কারণে মদও বিক্রি হয়নি। তবে, এবার পরিস্থিতি অনেকটাই আলাদা।

আবগারি দফতরের সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, দোলের আগের দিন বৃহস্পতিবার সবথেকে বেশি মদ বিক্রি হয়েছে। ওই দিন ৭০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, করোনার লকডাউনের সময় রাজ্যসহ গোটা দেশেই মদের দোকান বন্ধ থাকায় সুরা ব্যবসায়ী ও প্রেমীদের অনেক খতি হয়েছিল। তবে, ধীরে ধীরে যত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততই মানুষ ফের সুরা প্রেমে ডুবছেন আর রাজ্যের রাজস্বও বাড়ছে।

X