নির্বাচনের আগে ভাঙড় থেকে উদ্ধার প্রায় ২০০ টি বোমা!

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় এলাকা থেকে পুলিশ মঙ্গলবার প্রায় ২০০ টি বোমা উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় অঞ্চল থেকে প্রায় ২০০ টি অপরিশোধিত বোমা উদ্ধার করা হয়েছে। কাশীপুর পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

নির্বাচনী হিংসায় বারবার শিরোনামে উঠে আসে পশ্চিমবঙ্গ। বিরোধীরা কমিশনের কাছে সুষ্ঠ নির্বাচন করার দাবিও জানিয়েছে। সম্প্রতি ৫ মার্চ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রামপুর গ্রামে বোমা বিস্ফোরণে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ছয় কর্মী গুরুতর আহত হয়েছিলেন।

এর আগে বামেদের ব্রিগেডের একদিন পরই ভাঙড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক কর্মীর বাড়ি থেকে বোমা, আগ্নেয়াস্ত্র এবং বোমা বানানোর মশালা উদ্ধার করেছিল পুলিশ। সেই সময় পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ জানিয়েছিল আইএসএফ-এর প্রধান পীরজাদা অব্বাস সিদ্দিকী। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবার ভাঙড় শিরোনামে


Baisakhi Dutta

সম্পর্কিত খবর