আশ্রমের খননকার্য চলাকালীন উদ্ধার ২০০ বছর পুরানো ঘি! প্রাচীন সামগ্রী ঘিরে ঘনাচ্ছে রহস্য

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ পর্যবেক্ষণ করার সময় একটি কুয়োর ভেতর থেকে শিবলিঙ্গ পাওয়ার ঘটনায় তোলপাড় হয়ে পড়েছে গোটা দেশ। তবে এবার উত্তরপ্রদেশের এই মসজিদ থেকে বহুদূরে রাজস্থানে একটি আশ্রমে খননকার্য চালানোর সময় উদ্ধার করা হলো 200 বছরের পুরনো ঘি ভর্তি একটি কলস। যে খবর সামনে আসতেই ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা।

এটি রাজস্থানের ঝুনঝুনু জেলার মান্নানাথ আশ্রমের ঘটনা। আশ্রমের ভিতরে খননকার্য চালানোর সময় মঠের গম্বুজ থেকে একটি কলস উদ্ধার করা হয়, যার মধ্যে 200 বছরের পুরনো ঘি রয়েছে বলে দাবি। বর্তমানে এটিকে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলেও সম্পূর্ণ ঘটনার দরুণ কৌতূহলে দূর-দূরান্ত থেকে একাধিক মানুষ ভিড় জমিয়েছেন এই আশ্রমে।

রাজস্থানের এই আশ্রমটির ইতিহাস প্রায় 2000 বছরের পুরনো বলে মত এলাকাবাসীদের। স্থানীয় বাসিন্দাদের মতে, বালির স্তুপ থেকেই আশ্রমের ভিতরে মঠটি তৈরি হয়। পরবর্তীকালে অবশ্য ইট, পাথর এবং মাটি দিয়ে নতুন রূপে সাজান হয় এটি। তবে বহুদিন ধরে সংস্কারের কাজ না হওয়ায় গত মাসেই সম্পূর্ন আশ্রমটিকে নবরূপে সাজানোর পরিকল্পনা নেয় কর্তৃপক্ষ। আর সেই কাজ চলাকালীন সম্প্রতি ঘি ভর্তি একটি কলস উদ্ধার করে শ্রমিকরা।

সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে আশ্রমের মহন্ত সোমনাথ জানান, “এই মঠটি বহু বছর আগে নির্মিত। বর্তমানে কলসটি পরীক্ষার জন্য পাঠানো হলেও আমাদের বিশ্বাস, মঠের ভিতরে 200 বছর আগেই এটি রাখা হয়েছিল।”


Sayan Das

সম্পর্কিত খবর