এগিয়ে মুকুল, শুভেন্দু, নিশীথ! দ্বিতীয় রাউন্ডের গণনায় কে কোথায় এগিয়ে দেখুন

বাংলাহান্ট ডেস্কঃ আজ বাংলার রাজনীতির বিশেষ একটি দিন। আজ একুশের নির্বাচনের গণনা হচ্ছে রাজ্য জুড়ে। আজকেই ২৯২ কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। একুশের মহারণে কোন দল সরকার গড়বে সেটা এখনিই বলা সম্ভব না। এখনও পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, বিজেপি-তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই চলছে। বামেদের যুব প্রার্থীরা এখনও পর্যন্ত কোনও দাঁতই ফোটাতে পারেনি।

আরেকদিকে, ভাঙড়ে যেখানে আব্বাস সিদ্দিকীর দলের এগিয়ে যাওয়ার কথা উঠছিল চারিদিক থেকে, সেখানে শাসক দল তৃণমূলের প্রার্থী এগিয়ে রয়েছেন। এখনও পর্যন্ত ২৯২ আসনের মধ্যে ২৬৩ আসনের পরিসংখ্যান সামনে এসেছে। যার মধ্যে শাসক দল তৃণমূল এগিয়ে ১৪২ আসনে। আর বিজেপি এগিয়ে ১১৬ আসনে। এছাড়াও মোর্চা ২ আসন এবং অন্যান্যরা ৩ আসনে এগিয়ে।

আজ হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। আসুন জেনে নিই একুশের মহারণে কোন কোন হেভিওয়েট প্রার্থী এগিয়ে? মুকুল রায়, নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, বৈশালী ডালমিয়া, শমিক ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, ফিরহাদ হাকিম, লাভলী মৈত্ররা এগিয়ে রয়েছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর