জঙ্গলমহলে দাউ দাউ করে জ্বলল বুথ ফেরত গাড়ি, প্রথম দফার নির্বাচনের আগেই ঘটনায় চাঞ্চল্য এলাকায়

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ প্রথম দফা নির্বাচনের আগে জঙ্গলমহলে (junglemahal) ভস্মীভূত বুথফেরত গাড়ি। আচমকাই গাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কিভাবে এবং কোথা থেকে গাড়িতে আগুন লেগে গেল, তা নিয়ে রহস্য দানা বাঁধছে।

ভোট কর্মীদের খাবার দিতে গিয়েছিল গাড়িটি। কথা ছিল গাড়িটি খাবার পৌঁছে দিয়ে সেখানেই থাকবে। তারপর ভোরবেলায় মাও অধ্যুষিত ওই এলাকা দিয়ে ফেরার কথা। কিন্তু গাড়িটি কেন খাবার পৌঁছে দিয়েই ফিরে আসছিল, সেবিষয়েও তদন্ত চলছে।

সূত্রের খবর, বান্দোয়ানের গড়ুড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও সাগা সুপুরুডি গ্রাম এলাকায় জোর করে গাড়ি থামায় দুই দুষ্কৃতী। গাড়ির চালককে জোর করে গাড়ি থেকে নামিয়ে মারধর করে আগুন ধরিয়ে দেয়। জিজ্ঞাসাবাদের জন্য চালককে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। এলাকায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত খবর

X