উত্তর প্রদেশে ৩০০-র কাছাকাছি বিজেপি, দেখে নিন বাকি রাজ্যে কে এগিয়ে

2022 Vidhan Sabha election results Live : ফেব্রুয়ারি মাস থেকেই দেশের ৫ রাজ্যে শুরু হয়েছিল বিধানসভা দখলের মহা যুদ্ধ। সেই যুদ্ধেরই ফলাফল ঘোষণা আজ। এই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন জাতীয় রাজনীতিতে ‘টার্ণিং পয়েন্ট’ হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল।উত্তরপ্রদেশ, গোয়া, পাঞ্জাব, উত্তরাখন্ড এবং মণিপুর এই ৫টি রাজ্যেই বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হতে চলেছে আজ।

৫ টি রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশকে বিজেপির গড় বলা হয়ে থাকে। বাকি গোয়া, উত্তরাখন্ডও বিজেপির দখলে। এবার প্রতিটি রাজ্যেই বিজেপিকে হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে বিরোধীরা। উত্তরপ্রদেশে লড়াই কঠিন করেছে সপা। অন্যদিকে গোয়ায় শক্তি বাড়িয়েছে তৃণমূল। সেখানেও খানিকটা চ্যালেঞ্জের মুখেই গেরুয়া শিবির। এই নির্বাচনের ফলাফলের উপর অনেকাংশেই নির্ভর করছে চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল। উত্তরপ্রদেশে বিজেপির ভিত নাড়ানো গেলে যে দেশ থেকেও সরানো সম্ভব হবে পদ্ম শিবিরকে সে ব্যাপারে আত্মবিশ্বাসী বিরোধীরা। সকাল থেকেই এই ফলাফলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দেশে।

৫ রাজ্যের কোন কেন্দ্রে এগিয়ে কে, কোথায়ই বা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই? কোথায় জিতল বিজেপি? কোথায় বা আসন দখল করল বিরোধীরা? দেখে নিন লাইভ আপডেট

UP Election Result 2022 Live | Aaj Tak live | Aajtak Live Update

 

Uttarakhand Election Result 2022 LIVE | Zee News Live Update

Punjab Election Result 2022 Live | Republic Bharat Live

Goa Election Result 2022 Live | India TV Live

Manipur Election Result 2022 Live | ABP News Live


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর