শৌচালয়েও নজর রাখতে হবে শিক্ষকদের! মাধ্যমিক নিয়ে কড়া নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের

বাংলা হান্ট ডেস্কঃ যে কোনও ছাত্রছাত্রীর জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে গণ্য করা হয় মাধ্যমিককে (Madhyamik Exam)। কমবেশি প্রত্যেক শিক্ষার্থীর মনেই এই পরীক্ষা নিয়ে একটা উত্তেজনা কাজ করে। পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরও বাড়তি সতর্ক থাকতে হয়। ২০২৫ সালের মাধ্যমিক শুরু হওয়ার আগে তাঁদের উদ্দেশেই ১১ দফা গাইডলাইন জারি করল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।

মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) নিয়ে নয়া নির্দেশিকা জারি পর্ষদের

চলতি বছর ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু হবে, চলবে ২২ ফেব্রুয়ারি অবধি। বর্তমানে প্রায় প্রত্যেক পরীক্ষার্থীই শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। এই আবহে এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশে ১১ দফা গাইডলাইন জারি করা হল। পরীক্ষায় যাতে কোনও ভাবে নকল না করা হয়, তাতে বিশেষ নজর দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশে জারি করা গাইডলাইনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে রিপোর্টিং করতে হবে। ছাত্রছাত্রীদের ওপর পরীক্ষকদের নজর রাখতে হবে। যদি কোনও আপত্তিকর বিষয় চোখে পড়ে তাহলে পদক্ষেপ নিতে হবে। যে সকল শিক্ষক শিক্ষিকার হাতে দায়িত্ব রয়েছেন, তাঁদের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ বাস নিয়ে দুর্ভোগ অতীত! যাত্রীদের সুবিধার্থে পরিবহণ মন্ত্রীকে কড়া নির্দেশ মমতার

পরীক্ষা (Madhyamik Exam) হলের পাশাপাশি স্কুলের শৌচালয় সহ সমগ্র পরীক্ষাকেন্দ্রে নজর রাখার কথা গাইডলাইনে বলা হয়েছে। পরীক্ষাকেন্দ্রের কোথাও যাতে কোনও অনিয়ম না হয়, সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গেই বলা হয়েছে, পরীক্ষা বিষয়ক পর্ষদের যে বৈঠক হয়ে থাকে, সেখানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের যোগ দিতে হবে।

Madhyamik exam

এছাড়া পরীক্ষার পর পড়ুয়াদের উত্তরপত্র সুরক্ষিতভাবে বেঁধে রাখতে হবে, যে সকল বিদ্যালয়ে সেন্টার হচ্ছে না, সেখানকার শিক্ষক শিক্ষিকাদের (Teachers) দায়িত্ব গ্রহণ করতে হবে, পর্ষদের দেওয়া গাইডলাইন সকলকে যথাযথভাবে মানতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এমনই আরও একাধিক বিষয় গাইডলাইনে উল্লেখ করা আছে বলে খবর।

উল্লেখ্য, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) শুরু হবে ১০ ফেব্রুয়ারি, চলবে ২২ ফেব্রুয়ারি অবধি। সেদিন ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, সকাল ১০:৪৫ থেকে দুপুর ২টো অবধি পরীক্ষা চলবে। এর মধ্যে প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য থাকবে। উত্তর লেখার জন্য ৩ ঘণ্টা পাবেন পড়ুয়ারা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর