বাংলা হান্ট ডেস্কঃ নয়া বছর। জানুয়ারির শুরু থেকে বেশ কয়েকদিন ছুটি (Government Holiday) মিলেছে। এদিকে ফেব্রুয়ারী মাসেও রয়েছে একাধিক ছুটি। চলতি মাসে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। আগামী ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গে ছুটি থাকবে ব্যাঙ্ক। এরপর ছুটি রয়েছে ২৬ শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে ন্যাশনাল হলিডে। যদিও এই দিন পড়েছে রবিবার। অর্থাৎ জলে যাচ্ছে ছুটি।
জানিয়ে রাখি, এনআই অ্যাক্ট, ১৮৮১ অনুযায়ী নতুন বছরে এ রাজ্যে ২৫ দিন ছুটি থাকছে। এ ছাড়াও থাকছে রাজ্য সরকারের ছুটি। ফেব্রুয়ারী মাসের শুরুতেই পড়েছে সরস্বতী পুজো (Saraswati Puja) আছে। এবার সরস্বতী পুজো ২ ফেব্রুয়ারি (রবিবার)। রবিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি আছে। তাহলে মাটি হবে একটা হলিডে?
সরস্বতী পুজো রবিবার পড়লেও তার পরেরদিন অর্থাৎ সোমবারও ছুটি দেওয়া হয়েছে রাজ্য সরকার তরফে। আর এবার সরস্বতী পুজো রবিবারের পাশাপাশি সোমবারও রয়েছে। অর্থাৎ দু’দিন মিলিয়ে পড়েছে। জানিয়ে রাখি ২০২৫ সালে ৮টি ছুটির দিন পড়েছে রবিবার। ২০২৫ সালে স্বামী বিবেকানন্দর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), সরস্বতী পুজো (২ ফেব্রুয়ারি) পড়েছে রবিবার।
গতবার থেকে রামনবমীতেও ছুটি দিচ্ছে রাজ্য। আগামী বছর রামনবমী পড়েছে (৬ এপ্রিল) রবিবার। মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ অগস্ট), ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী সবই রবিবার পড়ায় বাড়তি ছুটি মিলবে না সরকারি কর্মীদের।
আরও পড়ুন:‘রেশন কার্ড’ ছাড়াই মিলবে Ration! কিভাবে সম্ভব? অবিশ্বাস্য পদক্ষেপ নিল Central Government
চলতি বছরের পুজোর ছুটি…
২০২৫ সালে সেপ্টেম্বর মাস থেকে শুরু দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজোর ছুটি। শোনা যাচ্ছে, পরের বারও চতুর্থীর দিন থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া যাবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর শুরু ছুটি। এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর। সবমিলিয়ে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। পুজোর ছুটি খুলতে পারে একেবারে ৯ অক্টোবর। কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। ২৩ অক্টোবর ভাইফোঁটা। তবে কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে টানা এক সপ্তাহের মতো ছুটি (Government Holiday) মিলতে পারে সরকারি কর্মীদের।