বাংলা হান্ট ডেস্কঃ যে কোনও ছাত্রছাত্রীর জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে মাধ্যমিককে গণ্য করা হয়। প্রথমবার বোর্ডের পরীক্ষা। স্কুলের চেনা পরিবেশের বাইরে গিয়ে অন্য স্কুলে পরীক্ষা দেওয়া। সব মিলিয়ে মাধ্যমিক (Madhyamik Exam) নিয়ে কমবেশি প্রত্যেক পড়ুয়ার মধ্যেই একটা আলাদা উত্তেজনা কাজ করে। এই পরীক্ষার জন্য নবম শ্রেণিতেই সকল শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করতে হয়। এবার এই নিয়েই নয়া বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ।
নয়া বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে (Madhyamik Exam)?
সম্প্রতি মাধ্যমিক পড়ুয়াদের জন্য পর্ষদের (WBBSE) তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম শ্রেণির ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন যাচাই, সংযোজন এবং সংশোধনের কথা বলা হয়েছে সেখানে। কত তারিখ থেকে কত তারিখ অবধি এই কাজ চলবে সেটাও বলে দেওয়া হয়েছে।
মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি বলছে, চলতি নভেম্বর মাস থেকে নবম শ্রেণির পড়ুয়াদের মাধ্যমিকের (Madhyamik) রেজিস্ট্রেশন যাচাই, সংযোজন এবং সংশোধন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আগামী ১১ নভেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হবে। চলবে আগামী ২০ নভেম্বর অবধি। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা অবধি এই কাজ হবে।
আরও পড়ুনঃ স্ত্রীয়ের অবৈধ সম্পর্কের জেরে স্বামীর আত্মহত্যায় দায়ী নন স্ত্রী! বিরাট রায় হাইকোর্টের
পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, নবম শ্রেণির ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন যাচাই, সংযোজন এবং সংশোধনের কাজ অনলাইনে হবে। www.wbbsedata.com – এই ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রছাত্রীদের নথিভুক্তির তথ্য যাচাই, সম্পাদনা ও ডাউনলোডের কাজ করা হবে। জানা যাচ্ছে, সব স্বীকৃত বিদ্যালয়গুলিকে শিক্ষার্থীদের নথিভুক্তির তথ্য পর্যালোচনা, যাচাই ও দরকার হলে সম্পাদনা করা ও ডাউনলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে রেজিস্ট্রেশনের (Madhyamik Exam) সময় প্রত্যেক ছাত্রছাত্রীকে বেশ কিছু তথ্য দিতে হয়। প্রত্যেক শিক্ষার্থীর নাম, ছবি, ঠিকানা, সই, অভিভাবকের নাম সহ অন্যান্য সব তথ্য যাতে সঠিক থাকে, সেটা দেখার জন্যেও বিদ্যালয়গুলিকে নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। যদি কোনও শিক্ষার্থীর কোনও তথ্যে অসঙ্গতি থাকে তাহলে নির্দিষ্ট সময়কালের মধ্যে বিদ্যালয়গুলিকে তা সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।