২০৫ ডলারের বিলে ৫ হাজার ডলার টিপস! কেন এমন করল গ্রাহক

২০৫ ডলার বিলে ৫ হাজার ডলার টিপস! এমনই কাজ করলেন এক মার্কিন খাদ্যরসিক। টিপস পেয়ে রেস্তোরাঁকর্মীরা তো বটেই তাজ্জব নেটপাড়াও। তবে নেহাত খেয়াল বসে নয়, মহৎ কারনেই তিনি এই টাকা দান করেছেন এই গ্রাহক।

আমেরিকার পেনসিলভানিয়ার এই গ্রাহকের ইটালিয়ান খাবার ভীষণই পছন্দ। স্থানীয় এক ইটালিয়ান রেস্তোরাঁতে খাবার খেতে যান তিনি। সেখানে তার বিল হয় মাত্র ২০৫ ডলার। কিন্তু শুধুমাত্র ওয়েট্রেসকে সাহায্য করার জন্যই তিনি ৫ হাজার ডলার সাহায্য করেন। বিশ্ব মহামারির এই চরম সংকটকালে যখন অর্থনীতি ধু্ঁকছে তখন এই ব্যক্তির দান ফের একবার মনে করিয়ে দিল মানবতা এখনো হারিয়ে যায় নি। অন্যকে নিঃস্বার্থ ভাবে সাহায্য করবার মতো বড়ো মনের মানুষ এখনো বেঁচে আছেন।

IMG 20201220 124716

সেই রেস্তোরাঁর খেতে গিয়ে ওয়েট্রেস জিয়ান্না ডি-অ্যাঞ্জেলোর সাথে আলাপ হয় ঐ মার্কিন নাগরিকের। সেখানেই তিনি জানতে পারেন জিয়ান্না নার্সিং পড়ুয়া। নিজের পড়াশোনার খরচ জোগাড় করার জন্য সে রেস্তোরাঁ কর্মী হিসাবে পার্ট টাইম কাজ করে। এরপরে জিয়ান্নাকে না জানিয়েই তিনি তার সিদ্ধান্ত নিয়ে নেন।

ঐ ব্যক্তি বিল মিটিয়ে যাওয়ার পর জানা যায় তিনি জিয়ান্নার জন্য ৫ হাজার টাকা টিপস দিয়েছেন। যা দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় ঐ যুবতী। গ্রাহকের এমন বড়ো মনের পরিচয় পেয়ে অবাক সহকর্মী থেকে মালিকও। সেই বিলটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ধন্যবাদ জানানোর ভাষা নেই। যা এই মুহুর্তে ভাইরাল নেটদুনিয়া জুড়ে। অজ্ঞাতনামা এই গ্রাহকের প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা।

 

 

সম্পর্কিত খবর