এই প্রথম ডিম-ভাত নয়! একুশে জুলাইয়ে মেগা আয়োজন, মেনুতে বিরাট চমক তৃণমূলের

বাংলা হান্ট ডেস্কঃ আজ ২১ জুলাই (21 July), ধর্মতলায় তৃণমূলের সমাবেশ। এবার (TMC Shahid Diwas) ৩১ বছরে পদার্পণ করেছে শহিদ তৰ্পন দিবস। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। মহানগরীর বুকে ঢল নেমেছে জোড়াফুলের সমর্থকদের। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। আর সভা শুরুর আগে বর্তমানে চলছে ভোজের জমজমাট আয়োজন।

একুশে জুলাইয়ের (21 July) মেনুতে বিরাট চমক

তৃণমূল সুপ্রিমোর ডাকে দূরদূরান্ত থেকে ট্রেনে বাসে চেপে হাজির হয়েছেন দলের নেতা, কর্মী, সমর্থকরা। তাদের আয়োজনে যাতে কোনো রকম ত্রুটি না হয় সেই দিকে নজর রয়েছে শীর্ষ নেতৃত্বের। মেয়ো রোডে চলছে রান্নাবান্না। সকালের জলখাবার থেকে দুপুরের লাঞ্চ, সবের তোড়জোড় চলছে জোরকদমে।

সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে আসা কর্মীদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও গীতাঞ্জলি স্টেডিয়ামে। মুড়ি-ঘুগনি বা তেলেভাজা দিয়ে জলখাবার হয়ে গিয়েছে। এবার ‘মূল আকর্ষণ’ সকলের নজর দুপুরের আহারের দিকে।

তৃণমূলের এই সমাবেশে প্রতিবারই খাবারের মেনুতে থাকে ঝুরঝুরে সাদা ভাত, ডিমের ঝোল। বিরোধীদের কথায় ‘ডিম্ভাত’। ২১ জুলাই তৃণমূলের সমাবেশে ঐতিহ্যবাহী ডিম-ভাতের (Dim Bhat) যুগলবন্দী যে থাকবেই সেই বিষয়ে কারও সন্দেহের অবকাশ নেই। তবে রয়েছে অন্য চমক।

Trinamool Congress 21st July preparations

আরও পড়ুন: ‘অবশেষে এবার..,’ শিক্ষক নিয়োগ মামলার শুনানি শেষ, কী রায় দিল হাইকোর্ট? তোলপাড় রাজ্য

জানা যাচ্ছে এবার ২১ জুলাইয়ে (21 July) দুপুরের মেনুতে রয়েছে, ভাত, ডাল, পাঁচমেশালি তরকারি, মাংস। থাকছে বাঙালির প্ৰিয় মাছও। ওদিকে বিভিন্ন স্টেশনে পৌঁছানো তৃণমূল সমর্থকদের দেওয়া হচ্ছে গরম গরম খিচুড়ি। ভরপেট খেয়ে তারা রওনা দিয়েছেন সভাস্থলের দিকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর