বাংলাদেশে ভয়াবহ নৌকাডুবি, দুর্ঘটনায় মৃত ২১! সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা

বাংলাহান্ট ডেস্কঃ মাঝনদীতে বালিবোঝাই এক বাল্কহেডের সঙ্গে জোর ধাক্কা। বাংলাদেশে (bangladesh) ট্রলারডুবির ঘটনায় উদ্ধারকার্য চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ২১ জন এবং এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৫০ জন যাত্রী। ওই ট্রলারটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিল বলে সূত্রের খবর।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেল সাড়ে ৫ টা নাগাদ ব্রাহ্মণবেড়িয়ার বিজয়নগরের চম্পকনগর থেকে এই ট্রলারটি ঘাটের দিকে যাচ্ছিল শতাধিক যাত্রী নিয়ে। ঢাকা থেকে ৮২ কিলোমিটার দূরে বিজয়নগর অঞ্চলে আচমকাই এক দুর্ঘটনা ঘটে যায়। মাঝনদীতে বালিবোঝাই এক বাল্কহেডের সঙ্গে জোর ধাক্কা লাগে ট্রলারটির। এরপরই ডুবতে শুরু করে ট্রালারটি।

Navy20160825221814

যাত্রীবাহি ট্রলারে ধাক্কা দিয়েই বালির ট্রলারটি সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে আহত ব্যক্তিরা। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই জলে ঝাঁপিয়ে পড়ে ১৯ জনের দেহ উদ্ধার করেন এলাকাবাসী। তবে কেউ কেউ সাঁতরে পাড়ে আসতে পারলেও, অনেকেই জলে তলিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশের ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার কার্যে লেগে পড়েছে। জানা গিয়েছে, এই ঘটনায় ২১ জন মারা গিয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন ৫০ জন। তবে মৃতের সংখ্যা বড়বে বলে মনে করা হচ্ছে।

Smita Hari

সম্পর্কিত খবর