বাংলা হান্ট ডেস্কঃ সন্তানের বিয়ে (Wedding) নিয়ে কমবেশি প্রত্যেক মা-বাবারই কিছু না কিছু পরিকল্পনা থাকে। নিজের সাধ্যমতো খরচ করতে চান সকলে। আয়োজনে যাতে কোনও রকম ত্রুটি না থাকে, সেটা সুনিশ্চিত করতে চান মা-বাবারা। তবে এবার শুধু খরচ নয়, বিয়ে করলে হবে লক্ষ্মীলাভও! মিলবে কড়কড়ে ২১,০০০ টাকা। তবে তার জন্য মানতে হবে শর্ত।
কোন শর্ত মানলে মিলবে ২১,০০০ টাকা (Wedding)?
বর্তমান সময়ে বহু বিয়েবাড়িতে দেখা যায়, তারস্বরে ডিজে বাজছে। সেই সঙ্গেই অনেক জায়গায় আবার থাকে সুরাপানের বন্দোবস্ত। তবে এবার বিয়েবাড়িতে মদের আয়োজন না করলে এবং ডিজে না বাজালে ২১,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হল। সম্প্রতি পাঞ্জাবের ভাটিন্ডা জেলার বাল্লো গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayat) প্রধান অমরজিৎ কউর এই ঘোষণা করেছেন।
জানা যাচ্ছে, গ্রামে বিয়ে (Wedding) হলেই বাজছে তারস্বরে ডিজে। সেই সঙ্গেই ছুটছে মদের ফোয়ারা। এই দুই বিষয়ে লাগাম টানতে এবং গ্রামবাসীর অকারণ ব্যয় বন্ধ করতে এই সিদ্ধান্ত নিয়েছেন ভাটিন্ডা জেলার বাল্লো গ্রাম পঞ্চায়েতের প্রধান।
আরও পড়ুনঃ সঞ্জয়ের সাজা ঘোষণার আগে বড় খবর! RG Kar নিয়ে সুপ্রিম কোর্টে নয়া মামলা! তোলপাড় রাজ্য
এই প্রসঙ্গে অমরজিৎ কউর বলেন, ‘আমি বরাবরই দেখেছি, যে সকল অনুষ্ঠানে মদ ও ডিজে গানের বন্দোবস্ত থাকে, সেখানে নানান অশান্তি ও অশালীন পরিস্থিতি তৈরি হয়। শুধু তাই নয়, তারস্বরে চলতে থাকে এই ডিজে গানের জন্য গ্রামের অন্যান্য মানুষদেরও সমস্যার সম্মুখীন হতে হয়। সেই কারণে গ্রামের পরিবেশকে শান্ত রাখতে এবং অকারণ ব্যয় থেকে মানুষকে বিরত রাখতে এই ঘোষণা করা হয়েছে’।
রিপোর্ট বলছে, শুধু বিয়েবাড়ি (Wedding) সংক্রান্ত এই উদ্যোগ নয়, বাল্লো গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রামের উন্নয়নের জন্য আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। গ্রামে একটি স্টেডিয়াম নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন অমরজিৎ কউর। গ্রামের যুবক যুবতীরা যাতে খেলাধুলা, শরীরচর্চার সঙ্গে যুক্ত থাকেন সেই কারণে তিনি এই উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি গ্রামের যে সকল কৃষক জৈব পদ্ধতিতে কৃষিকাজ করবেন, তাঁদের বিনামূল্যে বীজ দেওয়ার কথাও ঘোষণা করেছেন প্রধান। এছাড়া গ্রামেই একটি বায়োগ্যাসের প্ল্যান্ট তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে বলে খবর।