ভ্রমণপিপাসু বাঙালিদের জন্য বড় উপহার রেলের! গরমের ছুটিতে চালানো হবে ২১৭ টি স্পেশাল ট্রেন

বাংলা হান্ট ডেস্ক: ভ্রমণপিপাসু বাঙালিদের কাছে ছুটি মানেই রীতিমতো বেড়ানোর সুযোগ পেয়ে যান তাঁরা। আর সেটা যদি গরমের ছুটি (Summer Vacation) হয় তাহলে তো আর কথাই নেই। বছরের শুরু থেকেই এই সময়টাতে বেড়াতে যাওয়ার জন্য পরিকল্পনা করতে থাকেন অনেকে। আর এই কারণেই এই সময় প্রবল যাত্রীর ভিড় পরিলক্ষিত হয় ট্রেনে। এমতাবস্থায়, যাত্রীদের সুবিধার্থে এবার বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রেল (Indian Railways)।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার যাত্রীদের জন্য অতিরিক্ত ৪,০১০ ট্রিপের ব্যবস্থা করল ভারতীয় রেল। পাশাপাশি, থাকছে ২১৭ টি স্পেশাল ট্রেনও! অর্থাৎ, বেড়াতে যাওয়ার পরিকল্পনায় যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের সুবিধার্থেই এই পদক্ষেপ গ্রহণ করেছে রেল। উল্লেখ্য যে, সপ্তাহান্তের কিছুটা ছুটিকে কাজে লাগিয়েই ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে দিঘা, মন্দারমণির মত জায়গাগুলিতে ভিড় জমান বহু মানুষ।

এমতাবস্থায়, গরমের লম্বা ছুটিতে স্কুল-কলেজ বন্ধ থাকায় পরিবার এবং বন্ধুবান্ধবদের নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন অনেকেই। তবে, এই সময়টাতে ট্রেনে রীতিমতো তিলধারণের জায়গা থাকেনা। এদিকে, যাতায়াতের ক্ষেত্রে আবার পর্যটকেরা অন্যান্য গণপরিবহণের তুলনায় রেলপথকেই বেশ প্রাধান্য দেন।

আর সেই দিকটি মাথায় রেখেই চলতি বছর গরমের ছুটিতে যাত্রীদের জন্য ভারতীয় রেল স্পেশাল ট্রিপের প্রস্তাব অনুমোদন করেছে। পাশাপাশি, যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকটি মাথায় রেখে আরামদায়ক ও মসূর্ণ সফরের জন্য চলবে ২১৭ টি স্পেশাল ট্রেনও। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রায়শই অনলাইনে টিকিট বুকিংয়ে ক্ষেত্রে প্রতারণার অভিযোগ ওঠে। মূলত, দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার হওয়ার ঘটনাটি বেশি ঘটে।

whatsapp image 2023 04 12 at 3.42.35 pm

এমতাবস্থায়, যাত্রীদের সুবিধার্থে এবার অনলাইনে টিকিট বুকিংয়ের পদ্ধতিতে বদল এনেছে রেল। জানা গিয়েছে, নতুন এই পদ্ধতিতে শুধুমাত্র IRCTC ওয়েবসাইটেই টিকিট বুকিং করা যাবে। এছাড়াও, বুকিংয়ের সময়ে নিজের পদবীসহ পুরো নাম লিখতে হবে ব্যবহারকারীকে। থাকবে ৪০ সেকেন্ডের ক্যাপচাও। তার মধ্যেই সেরে ফেলতে হবে বুকিং প্রক্রিয়া।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর