২১জুলাই কি ২১বাঁচানোর লক্ষ,পাল্টা মহাসমাবেশ বিজেপির

বাংলা হান্ট ডেস্ক ঃএবছর একুশে জুলাই তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ কারণ বিগত ৮বছর শাসকের ভূমিকায় থেকে একুশে জুলাই হয়েছে, এখনো শাসকের ভূমিকায় কিন্তু সাম্প্রতিক লোকসভা নির্বাচনে প্রায় ১৮ টি আসন বিজেপি।তৃণমূলের কাছে অত্যন্ত চিন্তার কারণ সেই পরিপ্রেক্ষিতে এবার একুশে জুলাই মমতা ব্যানার্জি ঘুরে দাঁড়ানোর লড়াই হচ্ছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবারের একুশে জুলাই ইভিএম চাই না ব্যালট চাই। সেই পরিপ্রেক্ষিতে এবার একুশে জুলাই থেকে ২১এ মসনদে বসার পরিকল্পনা করতে চলেছে তৃণমূল নেতৃত্ব।

তার পাল্টা হিসেবে বিজেপি ও এক দুই সপ্তার মধ্যে বিশাল জনসভা করতে চলেছে কলকাতায় এবং সেখানে প্রধান উদ্দেশ্য থাকবে যেভাবে বাংলা দিনের পর দিন সন্ত্রাস হয়েছে এবং তাদের একাধিক কর্মী মারা গেছে। সেই পরিপ্রেক্ষিতে নেতাতথ্য সামনে এনে তৃণমূল সরকার এর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবে বিজেপির একাধিক নেতৃত্ব। তাহলে সে মনে করা হচ্ছে যে একুশে জুলাই শহীদ জুলাই হিসেবে পরিচিত ছিল সেই একুশে জুলাই এর পাল্টা বিজেপিও সভা শুরু করতে চলেছে।

mamata10বিজেপিও যে পাল্টা সভা করবে সেটি মূলত শহীদদের জন্য শহীদ পরিবারকে উৎসর্গ করবে করবে বলে মনে করা হচ্ছে। বেশ কিছুদিন আগে বিজেপি নেতা মুকুল রায় একটি প্রেস কনফারেন্সে বলেছেন যে একুশে জুলাই এর পাল্টা আমরা মহা জনসভা করব, যা একুশে জুলাই জনসভা থেকে ১০গুণ বেশি হবে। এখন দেখার বিষয় একুশে জুলাই এর পাল্টা নতুন কি জনসভা করে বিজেপি?

Udayan Biswas

সম্পর্কিত খবর