উদয়ন বিশ্বাস, বাংলা হান্ট ডেস্ক :বেশ কয়েক বছর ধরে তৃণমূলের ঐতিহাসিক একুশে জুলাই এর মঞ্চে গান করতে দেখা যেত বাংলার অত্যন্ত জনপ্রিয় গায়ক নচিকেতা কে কিন্তু সাম্প্রতিক রাজ্যে কিছুটা শক্তি কমেছে তৃণমূলের।
২০১৯এর লোকসভা নির্বাচনে তৃণমূলের থেকে বেশ কিছুটা পিছনে রয়েছে বিজেপি এবং তারা দুই থেকে ১৮টি আসন পেয়েছে।
সেই পরিপ্রেক্ষিতে তারা তাদের বাংলায় শক্তি বৃদ্ধি করছে এবং সাম্প্রতিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা সরকারি প্রকল্পের টাকা নিয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে অর্থাৎ গরিব মানুষের টাকা কোন রকম কার্ড মেনে নেওয়া যাবে না। সেই ‘কাটমানি’কে হাতিয়ার করে বিজেপি তারা একাধিক জায়গায় আন্দোলন শুরু করে।
সেই পরিপ্রেক্ষিতে গায়ক নচিকেতা ও কাটমানি নিয়ে একটি গান লিখলেন এবং সেই গানের প্রতিটি রন্ধে রন্ধে সরকারকে তীব্র ভাষায় হুঁশিয়ারি দিয়েছে কিন্তু নচিকেতা বলেন যে এই গানটি সকল ভারতীয় সুবিধাভোগী রাজনীতিবিদদের উদ্দেশ্যে লেখা।
যারা দুর্নীতির সাথে যুক্ত কিন্তু বিজেপি এই গানটি কে হাতিয়ার করেছে এবং সম্পূর্ণ তৃণমূলের যে কাট মানি নেওয়া হয়েছে বলে একাধিক জেয়গায় দেখা গেছে। সেটা নিয়ে ক্ষুব্দ বা প্রকাশ্যে এনেছেন।
এখন প্রশ্ন উঠছে তাহলে কি আগামী একুশে জুলাই এর মঞ্চে এবছর নচিকেতা কে দেখা যাবে না? এই বিষয়ে তৃণমূল নেতৃত্ব কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি এবং নচিকেতা বাবু যাবেন কিনা সেই নিয়েও কোন উত্তর পাওয়া যায়নি কারণ কিছুটা হলেও নচিকেতার সাথে তৃণমূলের দূরত্ব তৈরি হয়েছে।
এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে যে কাটমানি যে গানটি নচিকেতা করেছেন। সেটি বিজেপি তাদের বিভিন্ন সভা গানটি ব্যবহার করছেন কিন্তু বিজেপি নেতৃত্ব বলেন সবাই যে কোন রকম গান
বাজতে পারে নজরুল, রবীন্দ্রনাথের সাথে সাথে দুর্নীতি মূলক গান বাজতে পারে বাবুল সুপ্রিয় যে আর না আর না গানটি গেয়েছেন সেটিও বিজেপি তাদের রাজনৈতিক সবাই ব্যবহার করছেন।