২১শে তৃনমূল বাংলায় থাকবে না ঃ দিলীপ ঘোষ

বাংলাHunt :গতকাল দিল্লি থেকে কলকাতা এসেছেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ আজ কেশপুরে একটি সভায় তিনি বলেন ২০২১এর বিধানসভার পর মমতা ব্যানার্জি তৃণমূল কেউ বাংলায় অস্তিত্ব থাকবে না, কারণ যেভাবে একের পর এক সন্ত্রাস করেছে এবং গুন্ডাদের নিয়ে তৃণমূল দল চালাচ্ছে তাতে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।

লোকসভা ভোটে তারই ফলশ্রুতি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কে আর তৃতীয় বারের জন্য ক্ষমতায় আনবে না বলে জানিয়েছেন।

12ea0 screenshot 2019 0630 111346 দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন বাংলার উন্নতি করার জন্য কেন্দ্র সরকার সবরকম সাহায্য করলো, তা নিতে অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এর ফলে রাজ্যের মানুষ একাধিক প্রকল্প থেকে বঞ্চিত। তাই এবার বাংলায় পরিবর্তন আসবে।


সম্পর্কিত খবর