ছত্তিসগড়ে মাওবাদিদের হামলায় প্রাণ হারালেন ২২ জওয়ান, আহত ৩০

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার ছত্তিসগড়ের বীজাপুর জেলায় সেনা আর নকশালের মধ্যে সংঘর্ষ হয়। শনিবার সকাল থেকে হওয়া এই সংঘর্ষে সেনার ২২ জন জওয়ান শহীদ হয়েছেন এবং আহতদের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। বীজাপুর জেলার তারেম থানা এলাকার একটি জঙ্গলে এই সংঘর্ষ হয়। সেনার এনকাউন্টারে ১৫ জন নকশালিও নিকেশ হয়েছে বলে জানা যাচ্ছে। ২০০-র বেশি নকশালি সেনার উপর ফায়ারিং করেছিল বলে জানা যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলকে ফোন করে ঘটনার তথ্য নেন। ভুপেশ বাঘেল অসমে কংগ্রেসের হয়ে প্রচারে গিয়েছেন, আর আজ বিকেলের মধ্যে তিনি রাজ্যে ফিরবেন।

X