মাত্র ২২৫ টাকায় হোটেল! পুজোয় ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য দারুণ অফার দিঘায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে “বাঙালির পায়ের নিচে সরষে।” সামান্য একটু সুযোগ পেলেই বাঙালি ঘুরতে যেতে পছন্দ করে। সেই পছন্দের তালিকায় যে নামটি প্রথমে আসে সেটি হল দীঘা। কলকাতা থেকে সামান্য দূরে দীঘা সমুদ্র সৈকত বাঙ্গালীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই পর্যটক মুখর থাকে দীঘা সমুদ্র সৈকত। বন্ধুদের সাথে হোক কিংবা ফ্যামিলি নিয়ে, দীঘা জানিয়ে এমন মানুষ খুবই কম আছে। কিন্তু অনেক সময় দীঘাতে গেলে খরচের ব্যাপারটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বিশেষ করে সঠিক হোটেল পাওয়া কিংবা হোটেল পেলেও তা বাজেটের মধ্যে কুলোনো অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠেনা। অনেক সময় হোটেল মালিকেরা সুযোগ বুঝে বেশি টাকাও দর হাঁকেন।

কিন্তু অনেকেই জানেন না এই দীঘাতেই রয়েছে মাত্র ২২৫ টাকার বিনিময় হোটেলে থাকার সুবিধা। বিশ্বাস না হলেও এমনই অভাবনীয় উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত নিউ দীঘা যুব আবাস। মাথা পিছু এই হোটেল প্রতিদিন খরচ হয় মাত্র ২২৫ টাকা। ৭৫০ টাকার বিনিময়ে  পাওয়া যায় এসি ডাবল বেড রুম এবং ১১২৫ টাকা খরচা করলে পাওয়া যায় ট্রিপল বেড রুম।

আসন্ন পুজো কিংবা অন্যান্য ছুটির দিন, আপনারা দীঘায় গেলে এই যুব আবাসে চোখ বন্ধ করে উঠতে পারেন।Hundreds of tourists returned from Digha disobeying the instructions

অনলাইন বুকিং করার জন্য https://youthhostelbooking.wb.gov.in/pages/Home.aspx ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে।CHECK AVAILABILITY অপশনে গিয়ে দেখে নিতে হবে কোন রুম ফাঁকা আছে। এরপর আপনি আপনার সুবিধামতো চার্ট দেখে রুম বুক করে নিতে পারেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X