‘এবার হারিয়েই ছাড়ব”, দিদির দূত কাকলিকে চ্যালেঞ্জ জানিয়ে গণ ইস্তফা ২৩ TMC পঞ্চায়েত সদস্যের

বাংলা হান্ট ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Poll 2023) মুখে, উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে প্রকাশ্যে চলে এল তৃণমূলের (TMC) অন্দরের বিবাদ। তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ইস্তফা দিলেন পঞ্চায়েত প্রধান-সহ ২৩ জন তৃণমূল সদস্য। কাকলি ঘোষ দস্তিদারের (Kakali Ghosh Dastidar) এলাকায় তুলকালাম অশান্তিতে রীতিমতো বিপাকে রাজ্যের শাসক দল।

শুধু তাই নয়, বিক্ষুব্ধ সদস্যরা আওয়াত তুললেন, ‘কাকলি ঘোষ দস্তিদারকে আমরা হারাবই।’ এক পঞ্চায়েত সদস্য সংবাদমাধ্যমকে জানান, ‘আইএসএফ এখানে তৃণমূলকে হারানোর জন্য খুব চেষ্টা করেছিল। আমরা রুখে দাঁড়িয়েছিলাম। কিন্তু আজ উনি সেই আইএসএফ-এর সঙ্গেই মিটিং করছেন। আমরা এখানে ২২ জন পঞ্চায়েত সদস্য সদস্য বসে আছি। আমাদের সঙ্গে দেখা পর্যন্ত করেন নি।’

অপর এক পঞ্চায়েত সদস্য তীব্র ক্ষোভ উগড়ে দিলেন সংবাদমাধ্যমের সামনেই। উপস্থিত জনতাকে আদেশ দেওয়ার ঢঙে তিনি বলেন, ‘তৃণমূলকে কেউ ভোট দেবেন না, সব চোর সব চোর! এরা সব ১ নম্বর চোর।’ তিনি আরও হুমকি দিয়ে বলেন, ‘কাকলি ঘোষ দস্তিদারকে হারাবো হারাবো হারাবো!’ একই সঙ্গে ক্ষোভ উগড়ে দিলেন এক মহিলাও। নিজের কোলে থাকা একটি বাচ্ছাকে দেখিয়ে বলেন, ‘এই সব বাচ্ছাদের খাওয়া পর্যন্ত জোটেনা। বাড়ির লোকেরা সব ২ বছর ধরে জেল খাটছে।’

tmc flg

‘দিদির দূত’ প্রকল্পে দিকে তৃণমূল স্তরে হেনস্তা হয়েছেন শাসকদলের নেতারা। কদম্বগাছির ঘটনায় কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘কারা ইস্তফা দিয়েছেন জানি না, কেউ বিক্ষোভ দেখায়নি। পঞ্চায়েতে অন্য বৈঠক ছিল’, তাই যাইনি।’

তবে এমন ঘটনা এই প্রথম নয়। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে (TMC Conflict) আক্রান্ত দলেরই একের পর এক পঞ্চায়েত সদস্য! এমনই অভিযোগ তুলে দিন ১৫ আগে ইস্তফা দিয়েছিলেন প্রধান, উপপ্রধান সহ তৃণমূলের (Trinamool Congress) ১২ জন পঞ্চায়েত সদস্য। ঘটনাটি ঘটে মালদা (Malda) জেলার বামনগোলা (Bamangola) ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতে। ভোটের মুখে পঞ্চায়েত সদস্যদের ইস্তফা নিয়ে হইচই পড়ে গিয়েছে তৃণমূলের (Trinamool Congress) অন্দরে। তারপর আবার কদম্বগাছির ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে বাংলার শাসক দল।


Sudipto

সম্পর্কিত খবর