রাম মন্দিরের জন্য খোদাই করা পাথরের উপর ব্যবহার করা হচ্ছে ২৩ রকমের রাসায়নিক পদার্থ, দিল্লীর এক সংস্থাকে দেওয়া হয়েছে দায়িত্ব

বাংলাহান্ট ডেস্কঃ অযোধ্যায় (Ayodhya) শ্রী রাম (Shri Ram) মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। দিল্লীর (Delhi) এক নির্মাণ সংস্থা কেএলএ এই কাজ শুরু করে দিয়েছে। গত সপ্তাহ থেকেই এই কাজে হাত হাগানো হয়েছে। প্রায় ১ লাখ ঘন পাথর খোদাই করে শ্যাওলা পরিষ্কারের কাজ করা হচ্ছে। দ্রুত গতিতে চলছে এই কাজ।

ব্যবহার হচ্ছে ২৩ রকমের রাসায়নিক
ভগবান রামের জন্মভিটে পুনরুদ্ধারের জন্য এই কাজ জোরকদমে শুরু করা হয়েছে। মন্দির নির্মাণের জন্য ব্যবহৃত পাথর গুলিকে ২৩ রকমের রাসায়নিক পদার্থ দিয়ে পালিশ করা হচ্ছে। সম্পূর্ণ কাজ শেষ করতে সময় লাগতে পারে আনুমানিক ৩ মাস। তবে বর্তমান করোনা সংকটের কারণে কম শ্রমিক কাজ করায় একটু সময় লাগছে বলে জানায় সংস্থা।

a1 1593155958

প্রথমদিকে ৫ জন কারিগর এই পাথর পরিষ্কারের কাজ শুরু করলেও, পরবর্তীতে এখন শ্রমিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জন। এই শ্রমিকরা সামাজিক দূরত্ব অবলম্বন করে মাস্ক ব্যবহার করেই তাঁদের কাজ করছে।

খোদাই করা হচ্ছে পাথর
মন্দির নির্মাণ কার্যের বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া ইনচার্জ শারদ শর্মা জানিয়েছেন, বিগত ২৮ বছর ধরে কর্মশালায় এই পাথর খোদাইয়ের কাজ চলছে। ১ লক্ষ ঘন পাথর খোদাই করা হচ্ছে। এই পাথরগুলি দিয়ে মন্দিরের নিচতলায় কাজ করা হবে। এখনও অবধি মন্দিরের তল, সিংহ গেট, নৃত্যের মণ্ডপ, রঙের মণ্ডপ, কলি গর্ভ গৃহ, স্তম্ভের মরীচি এবং ছাদের পাথর খোদাই করার কাজ করা হয়েছে। তবে বর্তমানে মন্দিরের নীচতলার পাথর খোদাই করা হবে।

a3 1593155990

শ্যাওলা সরিয়ে চলছে পাথর খোদাইয়ের কাজ
১৯৯২ সালে শ্রী রাম জন্মভূমি নিয়াসের পক্ষ থেকে এই মন্দির নির্মাণের কর্মশালা প্রতিষ্ঠা করা হয়েছিল। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় পাথরের উপর ধুলো জমে গেছে। সেই শ্যাওলা সরিয়ে নতুন করে পাথর খোদাইয়ের কাজ করা হচ্ছে। পাথর পরিষ্কারের বিষয়ে সংস্থার প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় জেদিয়া জানিয়েছেন, পাথর পরিষ্কারের জন্য প্রথমে জলের ব্যবহার করা হচ্ছে। তাতেও যদি শ্যাওলা পরিষ্কার না হয় তখন, রাসায়নিক ব্যবহার যেমন দাগ, কনুই সিমেন্ট, ডাস্ট রিমুভার এবং পেইন্ট রিমুভার ব্যবহার করা হচ্ছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর