আজ দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গ কাঁপাবে কালবৈশাখী: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: নিয়মিত ভোল বদলাচ্ছে আবহাওয়া। কখনও রোদ, কখনও কখনও বৃষ্টি তো কখনও লাগছে ঠান্ডা। আর আবহাওয়ার এই মুড সুইং এর জেরে নাজেহাল সাধারণ মানুষ। এরই মধ্যে ফের একবার আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। উত্তর থেকে দক্ষিণ, আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? জানুন বিস্তারে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। আজ দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা এবং বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে অধিক বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া।

ওদিকে আজ থেকেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৬-১০ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বৃষ্টির ডোজ কমতেই এবার হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা। আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ১০ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৫ মার্চ, দোলের দিন শুষ্ক থাকবে আবহাওয়া। তবে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এই বিপরীত ঘূর্ণাবর্তের যেতেই বৃষ্টিপাত হচ্ছে।

rain weather 4

আরও পড়ুন:আজকের রাশিফল ২৩ মার্চ, ভাগ্যের চাকা ঘুরবে এই চার রাশির

উত্তরবঙ্গের আবহাওয়া: আগামী ৫ দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে। শনিবার উত্তরের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হলুদ সতর্কতা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর