বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকার সাথে চলা ট্রেড ওয়ার আর গোটা বিশ্বে ইচ্ছে করে করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে দেওয়ার অভিযোগ সহ্য করা চীন আরও একটি বড় ঝটকা খেলো। স্মার্টফোন বানানো ২৪ টি কোম্পানি চীন (China) ছেড়ে ভারতে (India) তাঁদের প্রোডাকশন ইউনিট করার প্রস্তুতি নিচ্ছে। এই কোম্পানি গুলোকে চীন ছাড়া করার জন্য ভারতের রণনীতি কাজে লেগছে। স্যামসং ইলেক্ট্রনিক্স থেকে শুরু করে অ্যাপেলের কম্পোনেন্ট বানানো কোম্পানি গুলো ভারতে বিনিয়োগের ইচ্ছে প্রকাশ করেছে।
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নির্মাতা দেশ। গোটা ভারতে এখনো পর্যন্ত ৩০০ টি মোবাইল ম্যানুফ্যাকচারিং ইউনিট সক্রিয় আছে। কেন্দ্র সরকার মার্চ মাসে ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য বড় ঘোষণা করেছিল। আর তারফলেই ২৪ টি মোবাইল কোম্পানি ভারতে কারখানা গড়ার ইচ্ছে প্রকাশ করেছে। আইটি মন্ত্রালয় অনুযায়ী, এই কোম্পানি গুলো ভারতে ১.৫ বিলিয়ন ডলার প্রায় ১১ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগ করবে। স্যামসং ছাড়া ফক্সকন, ব্রিস্টন, পেগাট্রনের মতো মোবাইল কোম্পানি গুলো ভারতে কারখানা গড়তে চলেছে।
চীন আর আমেরিকার মধ্যে বাণিজ্যিক সমস্যার পারদ চড়ার ফলে ভারত যেমন এর লাভ উঠিয়েছে, তেমনই ভারতের থেকে বেশি লাভ উঠিয়েছে ভিয়েতনাম। চীন ছেড়ে যাওয়া কোম্পানি গুলো কম্বোডিয়া, মায়ানমার, বাংলাদেশ আর থাইল্যান্ডের মতো দেশে বড়সড় বিনিয়োগ করছে। স্ট্যান্ডার্ড চাটার্ডের একটি সমীক্ষায় এই কথা সামনে এসেছে।
আরেকদিকে ভারত সরকার অটোমোবাইল, টেকস্টাইল আর ফুড প্রোসেসিং সেক্টরে কাজ করা কোম্পানি গুলোকে দেশে ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ার জন্য প্রস্তাব দিতে পারে। সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সরকারের লক্ষ্য হল অধিক বেশি সংখ্যক কোম্পানি গুলোকে ভারতের দিকে আকর্ষিত করা। এরজন্য প্রয়োজনীয় পরিকাঠামো গুলোকে উন্নত করার দিকে জোর দেওয়া হচ্ছে।