প্রবল ঠান্ডায় জমে যাচ্ছে শরীরের রক্ত! হার্ট এবং ব্রেন অ্যাটাকে গত ২৪ ঘন্টায় মৃত ২৫

বাংলা হান্ট ডেস্ক : প্রবল ঠান্ডায় কাঁপছে গোটা দেশ। উত্তর ভারতের অবস্থা শোচনীয়। এরই মধ্যে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে উঠে আসছে মর্মান্তিক কিছু খবর। সংবাদমাধ্যম সূত্রে খবর গত ২৪ ঘন্টায় প্রবল ঠান্ডায় প্রাণ হারিয়েছেন ২৫ জন মানুষ। ৭০০-এর ও বেশি মানুষ ভর্তি হয়েছেন হাসপাতালে। যার মধ্যে ৪০ জনের অস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা যাচ্ছে।

উত্তরভারতের একাধিক এলাকার মত প্রবল শীতে কুঁকড়ে গিয়েছে কানপুরও। হৃদযন্তে সমস্যা আছে এমন রোগীর সংখ্যা হুহু করে বাড়ছে। শুধুমাত্র গতকাল বৃহস্পতিবারেই মোট ৭২৩ জন রোগী হৃৎযন্ত্রে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ৪০ জনের অবস্থা গুরুতর। আরও ৩৯ জনের অপারেশন পর্যন্ত করতে হয়েছে বলে জানা যাচ্ছে। হাসপাতাল সূত্রে খবর চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে ৭ জনের।

cold 2

জানা যাচ্ছে, এখনও পর্যন্ত গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ২৫। যার মধ্যে ১৭ জন হৃৎযন্ত্রের সমস্যায় প্রাণ হারিয়েছেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জানুয়ারি মাসের শুরুতেই প্রবল ঠান্ডা, মানুষের হৃৎযন্ত্র ও মস্তিষ্কে মারাত্মক আঘাত করছে। চিকিৎসক মহল সূত্রে খবর প্রবল ঠান্ডায় হুহু করে বাড়ছে রক্তচাপ। যার জেরে শিরা উপশিরায় জমে যাচ্ছে রক্ত। এর প্রভাবেই হচ্ছে হার্ট অ্যাটাক। ব্রেন অ্যাটাকেরও একাধিক খবর সামনে আসছে।

কার্ডিওলজি বিভাগের ডিরেক্টর প্রফেসর ডা. বিনয় কৃষ্ণা বলেন, ‘যাদের হৃৎযন্ত্রে সমস্যা রয়েছে তাঁরা প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। বেরোলোও নাক, কান ও মাথা গরম কাপড় দিয়ে মুড়ে তবে বেরোবেন। যাদের বয়স ৬০এর উপর তাঁদের আরও সচেতন হতে হবে বলে জানান ডা. কৃষ্ণা। এছাড়া তিনি রাতের দিকে যতটা সম্ভব কম খাবার খাওয়ার পরামর্শও দেন এদিন।

Sudipto

সম্পর্কিত খবর