বাংলা হান্ট ডেস্কঃ গাড়িতে আঁটলই না দেহ, শেষ পর্যন্ত ট্রাকে চড়িয়ে জঙ্গিকে নিয়ে যেতে হল। আইএসআই-এর বিরুদ্ধে অভিযান চালিয়ে ইরাকের নিরাপত্তা বাহিনী সোয়্যাট এক বড়সড় সাফল্য পেল। আইসিসের অন্যতম নেতা মুফতি আবু আব্দুল বারিকে গ্রেফতার করল সোয়্যাট বাহিনী।
এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আব্দুল বারিকে গ্রেফতার করতে দারুণ বেগ পেতে হয়েছে ইরাকের সেনাবাহিনীকে। মসুল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু যেটা মুশকিল হয়েছিল, এতবড় দীর্ঘকায় শরীর ওই আইএসআই জঙ্গির দেহ, যে তাকে গ্রেফতার করে সোয়াট্যার নিজেদের গাড়িতে তাকে আনা সম্ভব হয়নি।
শেষ পর্যন্ত দীর্ঘকায় আব্দুল বারিকে নিয়ে যেতে ট্রাক আনা হয়, তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। বিশাল চেহারার জন্য ‘স্টার ওয়ার্স’ সিরিজের চরিত্র ‘জাব্বা দ্য হাট’-এর সঙ্গে মিলিয়ে ধৃত বারিকে ‘জাব্বা দ্য জিহাদি’ বলে ডাকা শুরু করেছেন ইরাকের নিরাপত্তা বাহিনী। আবদুল বারির বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক প্রচার চালানোর অভিযোগ রয়েছে।
শুধু তাই নয়, আইসিসের অনুগত না হলে সেই ইসলামিক নেতাদের হত্যার হুমকিও দিত ধৃত আব্দুল। স্থূলকায় শরীরে এই আইসিস জঙ্গিকে পাকড়াও করে রীতিমতো বেনজির কাজ করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী সোয়্যাট।