স্বদেশী কোম্পানির সাথে ২৫ হাজার কোটি টাকার চপার চুক্তি করছে নৌসেনা, তৈরি হবে ১১১ টি চপার

বাংলা হান্ট ডেস্কঃ চারটি ভারতীয় কোম্পানি যেগুলোর মধ্যে টাটা, মহিন্দ্রা ডিফেন্স সিস্টেম আর ভারত ফোর্জের নাম আছে, তাঁদের ভারতীয় নৌসেনা (Indian Navy) রণনৈতিক পার্টনার হিসেবে শর্টলিস্ট করেছে। এটি নৌসেনার ১১১ টি স্বদেশী হেলিকপ্টার নির্মাণের জন্য ২৫ হাজার কোটি টাকার প্রোজেক্টের অন্তর্গত করা হয়েছে। স্বদেশী প্রতিরক্ষা উপকরণের উৎপাদন ক্ষমতা বিকশিত করার জন্য নরেন্দ্র মোদী সরকারের রণনৈতিক পার্টনারশিপ পলিসি শুরু করা হয়েছে। এই পলিসির প্রথম প্রোজেক্ট অনুযায়ী, ১১১ টি ছোট স্বদেশী হেলিকপ্টার নির্মাণ করা হবে। এই কাজ ভারতীয় আর বিদেশী কোম্পানি একসাথে মিলে করবে।

kamov 28

ভারতীয় নৌসেনার সুত্র থেকে জানা যায় যে, ‘এই চারটি ভারতীয় কোম্পানিকে এবার বিশ্বের প্রতিরক্ষা উৎপাদন কোম্পানি, যেগুলোর মধ্যে ইউরোপ, আমেরিকা আর রাশিয়ান কোম্পানির সাথে পার্টনার রুপে কাজ করতে হবে। ভারতীয় নৌসেনা এবার শর্টলিস্ট করা আর বিদেশী কোম্পানির নাম প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদে (Defence Acquisition Council) এ সুপারিশ করবে। এর প্রধান কারণ হল, এই মহত্বাকাঙ্খি প্রোজেক্টের জন্য শর্টলিস্ট করা কোম্পানিকে সরকার অনুমোদন দেয়, আর প্রোজেক্টের কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়।

navy

সুত্র থেকে জানা যায় যে, মোট আটটি ভারতীয় কোম্পানি ভারতের রণনৈতিক পার্টনার হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। এই কোম্পানি গুলোর মধ্যে সরকারি কোম্পানির নামও যুক্ত আছে। কিন্তু এই কোম্পানি গুলোর মধ্যে কেবল মাত্র চারটি কোম্পানিকে নৌসেনা শর্টলিস্ট করেছে। এই প্রোজেক্টের মাধ্যমে নৌসেনা নিজেদের চিতা/চেতক হেলিকপ্টারের স্কোয়াড্রানকেও পাল্টানোর চিন্তা করছে। এই রকম রণনোইতিক পার্টনারশিপ এর শুরু প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকরের কার্যকালে হয়েছিল। পরে এটি প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন এর কার্যকালে রুপ পায়। এই প্রোজেক্টের মাধ্যমে বিদেশী কোম্পানি গুলোর সাথে চুক্তি করে আধুনিক প্রতিরক্ষা উপকরণের উৎপাদন করা হবে।

Koushik Dutta

সম্পর্কিত খবর